সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৬ জুলাই কলকাতার রা’স্তা’য় চ’ল’বে না ট্যাক্সি-ক্যাব, জেনে নিন

আগামী ২৬শে জুলাই শহরজুড়ে ট্যাক্সি এবং‌ অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ থাকবে। ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে ট্যাক্সি চালকেরা এবং অ্যাপ ক্যাব ম্যানেজমেন্টের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের দাবি তুলে ধরার জন্য অ্যাপ ক্যাবের চালকেরা ওইদিন পরিবহণ ভবন অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি তাদের এই কর্মসূচির কথা জানিয়েছে।

প্রসঙ্গত তার আগেই অবশ্য ১৩ জুলাই সংগঠনের তরফে লেনিন মূর্তির পাদদেশে একটি জনসভার আয়োজন করা হয়েছে। এর আগে অবশ্য সংগঠনের তরফ থেকে দুই দিন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। চালকদের দাবি পেট্রোল-ডিজেলের দাম যেভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাতে ট্যাক্সি ভাড়া একই রেখে ট্যাক্সি চালানো সম্ভব হচ্ছে না। অবিলম্বে ট্যাক্সি ভাড়া বৃদ্ধির দাবি তুলেছেন তারা।

পাশাপাশি অ্যাপ ক্যাবের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও ক্ষোভ প্রদর্শন করেছেন তারা। সংগঠনের আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব জানাচ্ছেন ট্যাক্সিচালকদের স্বার্থে এই অভিযান চালানো হবে। তাই পরিবহন ভবনে অভিযান চালানোর দিন কোনো ট্যাক্সি বা ক্যাব চলবে না রাস্তায়। প্রসঙ্গত করোনার কারণে ১৫ই জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে কড়া বিধি-নিষেধ চালু রয়েছে। তবুও গন পরিবহনের ক্ষেত্রে অবশ্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

বেসরকারি বাস, অটোয় ৫০ শতাংশ যাত্রী নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় নামার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাস মালিকদের অভিযোগ ভাড়া বৃদ্ধি না করে অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করলে তাদের লাভের তুলনায় ক্ষতির সম্ভাবনা বেশি। তবে রাজ্যের পরিবহনমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছিলেন যে আগের রাস্তায় বাস নামবে, তারপর ভাড়া বৃদ্ধির কথা বিবেচনা করবে রাজ্য সরকার। পরিবহনমন্ত্রী ঘোষণা শুনে রাস্তায় পর্যাপ্ত বাস নামানোর সিদ্ধান্ত নেয় সংগঠন। যদিও সংগঠনের নতুন সিদ্ধান্ত যাত্রীদের ভোগান্তি বাড়বে বৈ কমবে না।