সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অশুভ শ’ক্তি দূ’র করতে ১০৮ কে’জি ল’ঙ্কা মে’শা’নো জল দিয়ে স্না’ন করলেন তামিলনাড়ুর পুরোহিত

দক্ষিণ ভারতে শুরু হয়েছে আদি আমাবাসাই উৎসব। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের একাংশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় পালিত হয় এই উৎসব। তামিল ক্যালেন্ডার অনুসারে, এই বিশেষ অনুষ্ঠানের দিন থেকেই চান্দ্রমাসের সূচনা হয়। অতএব দক্ষিণ ভারত জুড়ে মহা ধুমধাম করে এই উৎসব পালন করা হয়। উৎসব মানেই তার কিছু না কিছু বিশেষত্ব থাকবে। ভারতবর্ষের যেকোনো অনুষ্ঠানে শুদ্ধ স্নানের নিদান রয়েছে। এই বিশেষ অনুষ্ঠানেও রয়েছে তেমনি এক স্নানের মাহাত্ম্য।

দুধ এবং লঙ্কা দিয়ে তামিলনাড়ুর নাদাপানাহাল্লি গ্রামের দেবতা পেরিয়া কারুপ্পাস্বামীর আরাধনা করে থাকেন ভক্তরা। তার প্রতি সম্মান প্রদর্শনের দরুন প্রতিবছর এই অনুষ্ঠান পালন করা হয়। দুধ এবং লঙ্কার মিশ্রণে দেবতাকে স্নান করানো হয়। তারপর তাকে উৎসর্গ করা হয় মদ এবং ধূমপানের উপকরণ। পাশাপাশি মন্দিরের দেবতার জন্যেও রয়েছে এই ব্যবস্থা। তাকেও ওই লঙ্কার মিশ্রণে স্নান করানো হয়ে থাকে।

মন্দিরের পুরোহিতের নাম গোবিন্দন। মন্দিরের পুরোহিত দুটি কাস্তের উপর দাঁড়িয়ে ভক্তদের সমস্যার কথা শোনেন। তা বাদেও মন্দিরের বিশেষ ঐতিহ্যমতে গোবিন্দনকে লঙ্কার মিশ্রণে স্নান করানো হয়। ১০৮ কেজি লঙ্কা গোলা ওই মিশ্রণে স্নান করানো হয়েছে পুরোহিতকে। ভক্তদের বিশ্বাস এতে খারাপ সময় এবং ভক্তদের সমস্যা দূর হয়।

সম্প্রতি পুরোহিতকে স্নান করানোর ওই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা জানিয়েছেন স্নানের সময় লঙ্কার ঝাঁঝে তাদের অনেকেরই সমস্যা হচ্ছিল। তবে ওই পুরোহিত কিন্তু শান্ত হয়েই বসেছিলেন। ওই ঝাঁঝালো স্নানের পর তাকে সাধারণ জল দিয়ে স্নান করানো হয়। তাতে তার শরীর থেকে লঙ্কার গুঁড়ো সরে যায়।