সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“এক নম্বর মা’ল নিয়ে যান”, ৫ কে’জি সবজি মাত্র ১ টা’কা’য়, উদ্বোধন করলেন মদন মিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুসারে রাজ্য জুড়ে শুরু হয়েছে সুফল বাংলা যোজনা। এই যোজনার আওতায় রাজ্য পরিবারগুলির হাতে কম দামের বাজার তুলে দেওয়া হচ্ছে। আর এই বাজারের যিনি বিক্রেতা তিনি খোদ কামারহাটির বিধায়ক মদন মিত্র! মঙ্গলবার সকালে তিনি পৌঁছে গিয়েছেন বাজারে, সবজির পসরা নিয়ে। গলা চড়িয়ে সবজি বিক্রেতাদের মতই বিক্রি করলেন সবজি। “এক নম্বর মাল নিয়ে যান, মাত্র ১ টাকায় ৫ কেজি সবজি”! মদন মিত্রের হাঁক ডাক শুনে মুহূর্তের মধ্যেই বাজারে ক্রেতাদের ভিড় পড়ে গেল।

বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে মাত্র ১ টাকায় ৫ কেজি সবজির পাওয়ার কথা যেন চিন্তাও করা যায় না। তবে এই দুঃসহ পরিস্থিতিতে দান দিয়ে নয়, ত্রাণ দিয়ে নয়, মাত্র এক টাকার বিনিময়েই দুস্থ পরিবারের হাতে তুলে দিচ্ছে রাজ্যের শাসক দল। সেই সবজি কেনার জন্য লাইন পড়ে গিয়েছে বাজারে। আলু, পটল, পেঁয়াজ সবই রয়েছে এই ভান্ডারে।

 

View this post on Instagram

 

A post shared by Madan Mitra (@madanmitraofficial)

এদিন প্রায় দুই হাজার দুঃস্থ পরিবারের হাতে এক টাকার বিনিময়ে পাঁচ কেজির সবজি তুলে দিয়েছেন মদন মিত্র। বিধায়কের কথা অনুসারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এক টাকারও বাজার হয়, মানুষ তা দেখছেন। প্রায় ২ হাজার মানুষের হাতে পাঁচ কেজি সবজি তুলে দেওয়া হয়েছে। সপ্তাহে যদি এইভাবে দুইবার সুফাল বাজারের আয়োজন করা যায় তাহলেই সারা সপ্তাহে তাদের আর বাজার করতে হবে না।

এই কাজের জন্য মদন মিত্র নিজের টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানাচ্ছেন সারা রাজ্যে ঘুরে ঘুরে আনাজপাতি সংগ্রহ করে এনেছে তার টিম। তিনি আরো বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর আমলে মা ক্যান্টিন, সুফলা বাজার, কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছে রাজ্য শাসক দল। এদিকে ভ্যাকসিন নিয়ে বিজেপি যে রাজনীতি করছে তাতে মনে হচ্ছে বিজেপির টাকা দিয়েই যেন ভ্যাকসিন কেনা হচ্ছে!