সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ বেঁচেই রাজস্ব বৃ’দ্ধি, সময়ের আগেই ১২ হাজার কোটির ম’দ বি’ক্রি করে রে’ক’র্ড রাজ্যের

মানতে অসুবিধা নেই বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারের একটি স্থায়ী রোজগারের সংস্থা হল এই আবগারি দপ্তর। এমনকি রাজকোষে এদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও আছে, সে কথা অস্বীকার করা যায় না। তিন মাস বাকি থাকতেই নিজেদের লক্ষ্য পূরণ করে ফেলেছেন তাঁরা, ইতিমধ্যেই প্রায় ১২ হাজার কোটি টাকার মদ বিক্রি করে নজির সৃষ্টি করেছেন। চলতি অর্থবর্ষে তাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১২ হাজার কোটি টাকার, সে লক্ষ্যমাত্রাকে ইতিমধ্যেই তারা ছাপিয়ে গেছে। এখনো হাতে রয়েছে তিনটে মাস, আরো কত যে লাভজনক হতে চলেছে এই দপ্তর তা বোঝার অপেক্ষা রাখে না।

কয়েক বছর ধরেই তাদের ব্যবসা বেশ লাভজনক অবস্থায় আছে, আসুন জানা যাক বিগত কয়েকটি অর্থবর্ষে তাদের লক্ষ্য মাত্রা এবং আয় সম্পর্কে বিস্তারিতভাবে, গত ২০১৮-২০ অর্থবর্ষে লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার কোটি টাকা, তাতে আয় হয় ১১ হাজার ২৩৬ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৫০০ কোটি টাকা, আয় হয়েছিল ১০ হাজার ৫৯০ কোটি টাকা।

২০১৭-১৮ অর্থবর্ষে লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৮১ কোটি, টাকা আয় হয়েছিল ৯ হাজার ৩৪০ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৬৯৮ কোটি টাকা, আয় হয়েছিল ৫ হাজার ২২৬ কোটি টাকা।২০১৫-১৬ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১৫ কোটি টাকা, আয় হয়েছিল ৪ হাজার ৪১৮ কোটি টাকা। কোন বছরে তাদের আয় লক্ষ্যমাত্রা থেকে কম হয়নি, বরঞ্চ লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গেছে। এর অন্যতম প্রধান কারণ হলো অবৈধ মদ বিক্রি নিষিদ্ধ হওয়া, ফলত বৈধ মদের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।

এমনকি কম পয়সায় বেশ কিছু দেশি মদের বিভিন্ন ব্র্যান্ডও চালু হয়েছে , যার ফলে বিক্রি বেড়েছে এবং তার সমানে আয়ও বেড়েছে কারণ কম পয়সায় ভালো জিনিস পাওয়া গেলে মানুষের ঝোঁক সেদিকেই বাড়ে, সেটি মদ হোক বা অন্য কিছু। আর সেটিই ঘটেছে এক্ষেত্রে, তাই এখন বর্তমানে রাজ্যের একটি বড় ধরনের খুঁটি হয়েছে এই আবগারি দপ্তর।আর তাই তাঁকে প্রাধাণ্য দিতে মরিয়া রাজ্য।