সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধে’য়ে আ’স’ছে শক্তি’শা’লী ঘূর্ণিঝড় “মনদৌস”, হবে ভা’রী বৃষ্টিপাত

দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি যদি শক্তি বাড়়িয়ে ঘূর্নিঝড়ের চেহারা নেয় তাহলে তার নাম দেওয়া হবে মনদৌস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সাগরের উপর মনদৌস ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

এই ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে । সেটি ক্রমে আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে বয়ে যাবে। তার পর সেটি ৯ ডিসেম্বর মাঝরাতে পুদুচেরি এবং শ্রীহরিকোটার মাঝে সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে।

শুক্রবার সতর্ক সতর্কতা জারি করা হয়েছে, তিরুভাল্লুর, চেন্নাই, ভিলুপুরম, কাঞ্চি, তিরুভান্নামালাই, রানিপেট, ভেলোর, তিরুপাত্তুর, কৃষ্ণগিরি, সালেম-সহ বেশ কয়েকটি জায়গায়।

আরো খবর: গ’ভী’র সমুদ্রে অভিযানে না’ম’তে চলেছে ভারতের অত্যাধুনিক সমুদ্রযান “মৎ’স্য ৬০০০”

বিশ্ব আবহাওয়া দফতরের নির্দেশ অনুযায়ী কোনও ঘুর্ণিঝড় তৈরি হলে একটি দেশ সেই ঝড়ের নামকরণ করবে। সেই অনুযায়ী এই ঝড়ের নামকরণ করবে আরব আমিরশাহির। আগেই থেকেই একটি নামের স্থির করা থাকে। সেই অনুযায়ী নামকরণ হয়। আন্দামান সাগরের ওপর তৈরি হওয়া নিন্মচাপ ঘূর্নিঝড়ে পরিণত হলে নাম দেওয়া হবে মনদৌস। আরবি ভাষায় এই শব্দের অর্থ হল গয়নার বাক্স।