সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহিলাদের নিয়ে আ’জ’ব নী’তি! এই কাজ না করলে বি’য়ে হবে না!

কেনিয়াতে এক বোরানা উপজাতির একটি ভিন্ন ধরনের ঐতিহ্য রয়েছে এবং যেটি শুনলে আপনি অবাক হবেন। এখানে মহিলারা বিয়ের আগে মাথার চুল কামিয়ে ফেলেন। কিন্তু বর খোঁজেন তাঁরা ঘন, লম্বা এবং সিল্কি চুলের।

বোরানা উপজাতির লোকেরা শত শত বছর ধরে এই ঐতিহ্য অনুসরণ করে আসছে এবং এটি তাঁদের জন্য খুবই স্বাভাবিক। বোরোনা উপজাতি শত শত বছর ধরে দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়ার মধ্যে বসবাস করে আসছে।

এখানে নারীর চেয়ে পুরুষের আধিপত্য বেশি। পুরুষরা গ্রামের জীবনধারা এবং প্রাণীদের যত্ন নেয়। গৃহস্থালির কাজ এবং রীতিনীতি সম্পাদনের দায়িত্ব মহিলাদের উপর থাকে। এই উপজাতির সঙ্গে জড়িত অদ্ভুত ঐতিহ্য হল এখানে মেয়েরা বিয়ের আগে তাঁদের মাথার চুল কামিয়ে দেন।

আরো খবর: চিকেন বিরিয়ানি মাত্র ১০ টা’কা’য়! মিলছে কলকাতার খু’ব কাছেই

এটা বিশ্বাস করা হয় যে এই রীতি মানলে তাঁরা ভাল স্বামী পান। কিন্তু ছেলের দিকে এমন নিয়ম থাকে না। ছেলের মধ্যে যাঁদের চুল বেশি লম্বা, তাঁকে সম্মানের চোখে দেখা হয়।

এই উপজাতির বাসিন্দারা বিশ্বাস করেন যে ছবি তোলার ফলে তাঁদের রক্ত​ কমে যায়, এমন পরিস্থিতিতে তাঁরা ছবি তোলেন না। এই উপজাতির লোকেরা এক জায়গায় থাকে না। বরং উপজাতির সাথে সময়ে সময়ে বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে থাকে।