সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় ফের ঝ’ড়ে’র তা’ন্ড’ব, বহু ক্ষ’য়’ক্ষ’তি

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বিভিন্ন এলাকা নিম্নচাপ ও ঘন্টায় ৭০-৮০ কিমি বেগে ঝড়ের দাপটে লন্ডভন্ড হল। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে টানা দু’দিন ভারী বর্ষণের ফলে কার্যত বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।

পূর্ব মেদিনীপুরে লাল সর্তকতা জারি করা হয়েছে। সৈকত নগরী দিঘা, মান্দারমণি ও তাজপুর সহ পর্যটন কেন্দ্র সমুদ্র স্নান ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফেরানো হয়েছে মৎস্যজীবীদের। লাগাতার চলছে মাইকিং। এ দিন, সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে খেজুরি সহ বিস্তর্ণ এলাকায়। সমুদ্রের জল ঢুকে পড়েছে লোকালয়ে।

এলাকাবাসীর অবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমুদ্ভব দাস। যদিও, এই এত কঠীণ পরিস্থিতিও কোনও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দেখা যায়নি বলে সিপিএম-এর অভিযোগ।