Home অফবিট সর্পপ্রেমী, বিষধর সাপকে বাঁ’চা’তে মু’খে ফুঁ দি’তেও দ্বিধাবোধ করলেন না এই ব্য’ক্তি,...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সর্পপ্রেমী, বিষধর সাপকে বাঁ’চা’তে মু’খে ফুঁ দি’তেও দ্বিধাবোধ করলেন না এই ব্য’ক্তি, ভাইরাল সেই ভিডিও

বিশ্বের সবথেকে ভয়ংকর বিষধর সাপের মধ্যে অন্যতম হলো কিং কোবরা বা গোখরো। এই সাপটি এতটাই ভয়ঙ্কর যে একবার সাপের ছোবল খেলে আর রক্ষে নেই। সাক্ষাৎ মৃত্যুর দূত এই গোখরো সাপ। এমনসব ধারেকাছে দেখলেই হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগাড় হয় সাধারণ মানুষের। তবে কিছু কিছু মানুষ আবার গোখরো সাপের মতো মৃত্যুর দূতকে মোটেও ভয় করেন না। অসম সাহসী তারা।

বর্ষাকালে প্রায়শই লোকালয় মানুষের বাড়িতে সাপ ঢুকে পড়ে। ছত্তিসগঢ়ের (Chhattisgarh) বস্তার (Bastar) জেলার কাছাকাছি অবস্থিত, মালকানগিরির নুয়াগুদা (Nuaguda) অঞ্চলেও ঢুকে পড়েছিল একটি গোখরো সাপ। ১০ ফুট দীর্ঘ ওই সাপটিকে দেখে স্বভাবতই বাড়ির সদস্যরা এবং আশেপাশের এলাকার মানুষেরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। দ্রুত উদ্ধারকারী দলকে খবর পাঠান তারা।

এই উদ্ধারকারী দলের মধ্যে ছিলেন স্নেহাশিস নামের এক ব্যক্তি। যে ব্যক্তি ভয়ংকর বিষধর ওই সাপটিকে উদ্ধার করেন। তবে তিনি শুধু উদ্ধারই করেননি, সাপটিকে উদ্ধার করার পর দেখা যায় আসে তেমন নড়াচড়া করছে না। তার এই অবস্থা দেখে স্নেহাশীষ বুঝে যান যে তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এরপর স্নেহাশীষ একটি বড় পাইপ জোগাড় করে সেই পাইপ দিয়ে সাপের মুখে ফু দিয়ে তাকে আবার উজ্জীবিত করে তোলেন। স্নেহাশীষের কারণেই জীবন ফিরে পেল সাক্ষাৎ মৃত্যুর ওই দূত! ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।

কোনো মানুষ যে নিজের জীবন বিপন্ন করে বিষধর সাপের মুখে এইভাবে ফু দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে পারেন, তা বিশ্বাস করতে পারছেন না কেউ। সকলেই তার সাহস এবং মানবিকতাবোধের জন্য তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।