সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টাকার লো’ভে মা-কে বাড়ি থেকে বে’র করে দিয়েছিলেন সিধু, অভিযোগ দিদির, কংগ্রেস বে’শ অ’স্ব’স্তি’তে

সামনেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। নির্বাচন উপলক্ষে ভোটের জন্য প্রচার চলছে তুঙ্গে। বর্তমান পরিস্থিতিতে বিজয় বেকায়দায় পড়ে গেলেন পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজোৎ সিং সিধু। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তার বড় দিদি সুমন তু। তিনি নিজের ভাইকে অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি বলে অভিযোগ করেছেন। তিনি বলেন সিধু নাকি নিজের মাকেই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। টাকার লোভে তিনি এই কাজ করেছিলেন বলে অভিযোগ করেছেন দিদি।

দিদির অভিযোগ সিধু শুধু টাকার লোভে পড়ে নিজের মাকে বাড়ি থেকে বের করে দেন। তাদের মায়ের স্টেশনেই মৃত্যু হয়। শুক্রবার চন্ডিগড়ের একটি সাংবাদিক সম্মেলনে ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সুমন। তিনি বলেন 1986 সালে তাদের বাবার মৃত্যু হয়। তখন সিধু তার দিদি এবং মাকে বাড়ি থেকে বের করে দেন। 1979 সালে স্টেশনে মৃত্যু হয়েছিল তাদের বৃদ্ধা মায়ের।

তিনি আরো বলেছেন মাকে সেই সময় চার মাসের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই প্রমাণ তার কাছে রয়েছে। শুধুমাত্র সম্পত্তির লোভে সিধু এই কাজ করেছিলেন বলে অভিযোগ করেন তার দিদি। টাকা আত্মসাৎ করতে নিজের মাকে রাস্তায় বের করে দিয়েছিলেন তিনি। সিধুর দেওয়া কোনো টাকা তাদের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেছেন সুমন।

তিনি আরো বলেন সিধু একটি সাক্ষাৎকারে মিথ্যা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। তবে এই দাবি ছিল মিথ্যা। এমন মিথ্যে দাবি প্রসঙ্গে তার মা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। উল্লেখ্য বর্তমান পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে সিধুকেও মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে মনে করা হচ্ছিল। এই পরিস্থিতিতে তার দিদির অভিযোগে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।