সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’ঠি’ন অসুখে ভু’গ’ছে শাহিদ কাপুরের প্রাক্তণ নায়িকা, একে কি চি’ন’তে পারলেন?

শাহিদ কাপুর এবং অমৃতা রাও এর অভিনীত ইশক ভিশক ২০০৩ সালে মুক্তি পেয়েছিল সেখানে আলিশার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল শাহনাজ ট্রেজারিকে।

বর্তমানে কোন সিনেমাতে অভিনয় করতে দেখা যায় না তবে সিনেমাতে অভিনয় না করলেও তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট একটিভ থাকেন। জানা গেছে যে তিনি কঠিন অসুখ এর শিকার এবং এই কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

তিনি একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি যখন কলেজে পড়েন সেই সময়ে এক ফটোগ্রাফার তাকে দেখেন এবং যার ফলে তিনি বিজ্ঞাপনে অভিনয় করার জন্য সুযোগ পেয়েছিলেন। এর পরেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন এমটিভির একটি সঞ্চালকের কাজের মাধ্যমে।

আরো পড়ুন: এবার বাংলা গান চুরির অ’ভি’যো’গে বি’দ্ধ রূপঙ্কর

তবে, তিনি খুব একটা বেশি অভিনয় করেনি কোন সিনেমায় শুধুমাত্র তার অভিনীত কয়েকটি সিনেমা হল ডেলিবেলি, আগে সে রাইট, ইশক ভিশক, ম্যা ওর মিস্টার রাইট, এবং রেডিওতে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন তিনি একটি কঠিন রোগে আক্রান্ত এবং সেই রোগের নাম প্রোসোপ্যাগনোসিয়া। এই রোগের বিশেষ বৈশিষ্ট্য হল এই রোগে যারা আক্রান্ত হয় তারা চেনা মানুষকে অনেক সময় চিনতে পারেনা, বলা যায় ফেস ব্লাইন্ডনেস।

তিনি জানান তিনি যখন অনেকদিন পর পর তাঁর বন্ধু অথবা কোনো আত্মীয়-স্বজনকে দেখেন তখন বেশ কিছুক্ষণ তাকে চিন্তা করতে হয় এবং তার পরে তাঁর মনে পড়ে।

অনেককে চিনতে না পারার জন্য লজ্জায় পড়েছেন তিনি, অনেক সময় অনেকে চিনতে না পারার জন্য তাকে অহংকারী বলেছেন, অনেকের সাথে তাঁর এই সমস্যার জন্য সম্পর্কের মধ্যে সমস্যা হয়।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি মনে করতেন হয়তো কোথাও বোকা সেই জন্যই হয়তো তিনি চেনাদের অনেক সময় চিনতে পারেন না তবে অবশেষে চিকিৎসার মাধ্যমে। তিনি তাঁর এই সমস্যার কথা জানান বর্তমানে এই রোগের সাথে তিনি লড়ছেন এবং এই রোগের কোন রকম চিকিৎসাও হয়না।