সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধুমাত্র শিক্ষকের অ’ভা’বে পূর্ব বর্ধমানের স্কুল ব’ন্ধ হয়ে গেল, ক্ষু’দ্ধ অভিভাবকরা

দীর্ঘ কাল ধরে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি । তার উপরে ঢালাও বদলি নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের অনেকেই এখন শহরমুখী। এই অবস্থায় রাজ্য জুড়ে উচ্চ প্রাথমিক স্কুলগুলি ধুঁকছে বলে অভিযোগ।

শিক্ষকের অভাবে একের পর এক স্কুল বন্ধও হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের লক্ষ্মীগঞ্জ আদিবাসী জুনিয়র হাইস্কুল শুধুমাত্র শিক্ষকের অভাবে বন্ধ করে দিতে হল। স্কুলে আর শোনা গেল না পড়ুয়াদের কোলাহল। ফের কবে স্কুলটি চালু করা যাবে, তার সদুত্তর দিতে পারেননি স্কুল পরিদর্শক।

অভিভাবকরা এই পরিস্থিতিতে কার্যতই হতাশ । তাঁরা চাইছেন স্কুলটি চালুর ব্যাপারে উদ্যোগী হোক রাজ্যের শিক্ষা দফতর।
আউশগ্রাম ১ চক্রের অধীনে বছর আটেক আগে লক্ষ্মীগঞ্জ আদিবাসী জুনিয়র হাইস্কুলটি চালু হয়।

আরো খবর: আজ শনিবার, জানুন দিনটি কেমন কা’ট’বে আপনার, রইলো রাশিফল (24.12.2022)

এই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হত। চালুর পর কয়েক বছর এক অতিথি শিক্ষক স্কুল চালান। তিনি অবসর নেওয়ার পর স্থানীয় কয়েকজন শিক্ষিত যুবক স্কুলে পড়াতেন।

এরপর ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ফের মওদুদ জাহেদি নামে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অতিথি শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি তিনটি শ্রেণির পড়ুয়াদের একটি ক্লাস রুমে বসিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পড়াতেন।

তবে এইভাবে বেশি দিন তিনিও চালাতে পারেননি। চাপ নিতে না-পেরে অবসর নেওয়ার বছর দেড়েক আগেই তিনি স্কুল পরিদর্শকের কাছে ইস্তফাপত্র জমা দেন।