সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আয়কর বাঁ’চা’ন মা-বাবার সাহায্যে, জানুন বি’শ’দে

ম-বাবার সাহায্যেই বাঁচাতে পারবেন আয়কর। বাবা-মা আপনার সামগ্রিক করের ভার কমাতে সাহায্য করতে পারেন। তবে মনে রাখবেন, এগুলি বিশেষভাবে তাঁদের জন্যই সহায়ক, যাঁদের মা-বাবা করের আওতায় বাইরে পড়েন অথবা করযোগ্য আয়ের তাঁদের তুলনায় তাঁদের বার্ষিক আয় কম।

১। একটি উপহার চুক্তির অধীনে আপনার বাবা এবং মায়ের কাছে আপনার উদ্বৃত্ত টাকা ট্রান্সফার করতে পারেন। আবার তাঁদের নামে বিনিয়োগও করতে পারেন৷ প্রবীণ নাগরিকদের জন্য প্রত্যক্ষ কর ছাড়ের সীমা হল ৩ লাখ টাকা। অন্যদিকে ৮০ বছর বা তার বেশি সুপার সিনিয়র সিটিজেনরা ৫ লাখ টাকা পর্যন্ত করবিহীন আয়ের ক্ষেত্রে ছাড় পাবেন।

ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা করা আমানতের উপর অর্জিত ৫০ হাজার টাকা পর্যন্ত সুদ-বাবদ আয়েও প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড় রয়েছে। এমনকী যদি আপনার বাবা-মায়ের আয় করছাড়ের ঊর্ধ্বসীমার বেশি হয়, তবুও, ট্যাক্স স্ল্যাব অনুযায়ী তাঁদের নামে করা বিনিয়োগের উপর কম কর দিতে হয় হবে।

২। মা-বাবার জন্য স্বাস্থ্য বীমা কিনুন:- আয়কর আইন 80D-র অধীনে, মা-বাবা ৬০ বছরের কম বয়সী হলে সেক্ষেত্রে তাঁদের জন্য কেনা স্বাস্থ্য বীমা পলিসির জন্য প্রিমিয়ামে ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের দাবি করতে পারবেন। প্রবীণ নাগরিক অভিভাবকদের জন্য ছাড়ের সীমা হল ৫০ হাজার টাকা।

৩। মা-বাবার সঙ্গে বসবাস করলেও HRA দাবি করুন:- আপনি মা-বাবার সঙ্গে তাদের মালিকানাধীন বাড়িতে থাকেন, তবে আপনি তাঁদের ভাড়া পরিশোধ করে বাড়ি ভাড়া ভাতায় (HRA) কর ছাড় দাবি করতে পারেন। শর্ত হল এই যে আপনার সেই বাড়িতে আংশিক মালিকানাও থাকবে না।