সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই পাঁচ উপায়ে কা’টা’ন শনির দ’শা! সব স’ম’স্যা থেকে পা’ন সহজেই মুক্তি

শনিদেবের দৃষ্টি এড়াতে কত কিছুই না করেন মানুষ। সনাতন ধর্মে বিশ্বাসীদের মতে শনিদেব ন্যায়বিচারের দেবতা। তিনি মানুষকে তাদের কর্মের বিচারে ফল দেন। শনিদেবের ক্রোধ যাতে কোনভাবেই না পড়ে তার জন্য সর্বদা সচেষ্ট থাকেন তারা। জানেন কি জ্যোতিষশাস্ত্রে বর্ণিত রয়েছে এমন পাঁচটি উপায় যা মেনে চললে শনিদেবের দৃষ্টি এড়ানো সম্ভব। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে শনিবারের দিনটিই উপযুক্ত।আসুন জেনে নেওয়া যাক কি কি পদ্ধতি অবলম্বন করলে শনিদেবের দৃষ্টির হাত থেকে বাঁচবেন।

শনিদেবের দৃষ্টি এড়াতে সূর্যাস্তের পর, নির্জন স্থানে বা একটি মন্দিরে রয়েছে এমন একটি অশত্থ গাছের সামনে প্রদীপ জ্বালাতে পারেন। এতে অর্থ সমস্যা দূর হতে পারে।

শনিদেবকে সন্তুষ্ট রাখতে হলে শনিবার তাকে তেল উৎসর্গ করুন। নীল ফুল দিয়ে তার পূজো করুন। মনে রাখবেন শনিদেবের পূজা করার সময় কখনো কিন্তু সরাসরি তার মুখদর্শন করা যাবে না। তাহলেই শনির দৃষ্টি এসে পড়বে আপনার জীবনে।

এছাড়াও শনিবার অশত্থ গাছের গোড়ায় জল দিতে পারেন। একটি অশত্থ গাছকে সাতবার প্রদক্ষিণ করার পর তার গোড়ায় জল দেবেন। এরপর একজন অতি দরিদ্র ব্যক্তিকে খাবার সরবরাহ করুন। এফএ শনিদেব সন্তুষ্ট হন এবং সংসার থেকে অভাব দূর হয়।

প্রত্যেক শনিবার স্নানের পর শনিদেবকে তেল উৎসর্গ করুন। তারপর তাতে নিজের চেহারা দেখুন। তারপর কোনও দরিদ্র ব্যক্তিকে সেই তেল দান করুন।

শনিবার দিনে বজরংবলিকে সিঁদুর ও জুঁইফুল অর্পণ করতে পারেন। শাস্ত্র মতে যারা পবন পুত্র হনুমানের আরাধনা করেন তাদের উপর কখনো শনির দৃষ্টি পড়ে না।