সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ত্র ৩০ বছর বয়সেই সলমন-শাহরুখের মা, রিমা লাগুর প্র’য়া’ণে মা-হা’রা গো’টা বলিউড

সিনেমা জগতে যারা অভিনয় করেন তারা সকলেই যে নায়ক নায়িকা হবেন এমন তো আর হয়না। এমন অনেক অল্প বয়সই ছেলে মেয়ে অভিনয় জগতে থাকে যারা সহ অভিনেতা চরিত্রেই রয়ে যায়। ঠিক সেরকমই মাত্র ৩০ বছর বয়সেই নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে দেখা গেছে রিমা লাগু কে। রিমার আসল নাম নয়ন ভাড়গড়ে। তিনি থিয়েটারের জগতের মানুষ ছিলেন। ছোটো খাটো নাটকে অভিনয় করতেন।

কিন্তু এতে ত আর সংসার চলে না তাই কেরিয়ারের শুরুতে ব্যাঙ্কে চাকরি পেয়েছিলেন রিমা। এরপর বিবেকের সঙ্গে প্রেম করে ১৯৭৮ সালে তাকে বিয়ে করেন রিমা। তবে সন্তানের জন্ম দেওয়ার পর ভেঙে যায় তাদের সংসার। বিচ্ছেদের পরই সিনেমাতে কেরিয়ার শুরু করেছিলেন রিমা। মারাঠি ছবির মাধ্যমেই অভিনয় জগতে তার যাত্রা শুরু হয়। মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘সিংহাসন’ ছবির হাত ধরে আবার অভিনয়ে প্রবেশ করেন অভিনেত্রী।

তবে তিনি নায়িকা হতে চান নি তার কারণ কিছুটা হলেও তিনি সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে চান নি তাই নায়িকা হতে চান নি। তাই মায়ের দৃশ্যেই অভিনয় করতেন তিনি। শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, আমির খান, জুহি চাওলা, মাধুরী দীক্ষিত সকলের মার চরিত্রেই অভিনয় করেছেন তিনি।

আরো খবর: টলিউডে কা’জ পেতে চাইলে ঘুষ খাওয়াতে হয়! ইন্ডাস্ট্রির বি’রু’দ্ধে বি’স্ফো’র’ক অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর

১৯৮৮ সাল থেকে তিনি বলিউড নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে অভিনয় করে আসছেন। তখন তার বয়স ছিল মাত্র ৩০ বছর। আমির খান এবং জুহি চাওলার ‘কয়ামত সে কয়ামত তাক’ ছবিতে জুহি চাওলার মায়ের প্রস্তাব পেয়ে ‘হ্যাঁ’ বলে দেন অভিনেত্রী। সেই থেকে বলিউডে মায়ের চরিত্রে তার যাত্রা শুরু হয়।

এরপর অনেক হিট ছবি তিনি করেছেন। টানা ৩০ বছর অভিনয় করেছেন মার চরিত্রে। এর পর একদিন এক সিনেমার শুটিং করতে গিয়ে হঠাৎ করেই শুটিং ফ্লোরে আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। সালটা ছিল ২০১৭, ১৭ই মে। মহেশ ভাটের ‘নামকরণ’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তার বুকে ব্যথা শুরু হয়।

তারপর সময় নষ্ট না করেই তাড়াতাড়ি মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে মাত্র ৫৯ বছর বয়সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিমা। আর তার এই প্রয়াণে ‘মাতৃহারা’ হয়ে পড়ে সমগ্র বলিউড। তার বদলে যেনো অন্য কোনো অভিনেত্রীকে মার চরিত্রে অতটা ভালো লাগে না যতোটা রিমাকে লাগতো এমন কথাও অনেকে বলেন।