সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবাস যোজনার ঘর পে’তে দি’তে হবে ১০০০ টা’কা, পঞ্চায়েত প্রধান বললেন “দান” দি’চ্ছে’ন উপভোক্তারা

এর আগেও আবাস যোজনা নিয়ে নানা রকম দুর্নীতির অভিযোগ উঠতে দেখা গেছে, এরই মধ্যে আবার নতুন অভিযোগ উঠেছে এই বিষয়ে। এবার গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আবাস প্রকল্পে ঘর দেয়ার বদলে টাকা নেওয়ার। এই কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান।

ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর দুই ব্লক খেজুরি বিধান সভার আওতাধীন। এইখানে গরবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে ১০০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের ওপর। এই কথা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জনা মন্ডল।

তিনি জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের নিজস্ব কোন আয় নেই, এই টাকাটা গ্রাম উন্নয়নের ক্ষেত্রেই নেওয়া হচ্ছে । এই টাকার বদলে দেওয়া হচ্ছে রশিদ। একজন উপভোক্তা জানিয়েছেন, আবাস যোজনায় তালিকায় তার নাম আসে সুতরাং তার ঘর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো খবর: ব’র্ষ’বরণের রাতে কেমন থা’ক’বে আবহাওয়া? হাওয়া অফিস কি বলছে?

কাগজপত্র যখন পঞ্চায়েতে তিনি জমা দিতে যান সেই সময় তাকে বলা হয় ১০০০ টাকা জমা দিতে হবে, না হলে কাগজের সই করবেন না।  এরকম কেন করছেন সে বিষয়ে জানতে চাইলে তখন তারা বলছেন ডেভেলাপমেন্ট ফি। গ্রাম পঞ্চায়েত অঞ্জনা মন্ডল জানিয়েছেন, এই টাকাটা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের জন্যই নেওয়া হচ্ছে।

ঢালাই রাস্তার কাজ ৩০ শতাংশ হয়েছে, বাকি কাজ রয়েছে এখনো সেই সব জিনিস কিনতেই টাকা লাগবে তাই মানুষের থেকে এই টাকা নেওয়া হচ্ছে। টাকা দিচ্ছেন তাদের রশিদ ও দেওয়া হচ্ছে। এই টাকা অ্যাকাউন্টস বিভাগে জমা হবে তবে এই টাকাটা আবাস যোজনার জন্য নেওয়া হচ্ছে না, এটা অন্যান্য পরিষেবা দেওয়ার জন্যই নেওয়া হচ্ছে।