সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চু’টি’য়ে অভিনয় করেছিলেন রীতা কয়রাল, তবে অনুপম খেরের কা’র’ণে হয়েছিলেন জাতীয় পুরস্কার থেকে ব’ঞ্চি’ত

টলিউড অভিনেত্রী রীতা কয়রাল। ৮০-৯০ এর দশকের এই অভিনেত্রী একসময় বাংলা টেলিভিশনের পর্দা জুড়ে দাপটের সঙ্গে খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। টলিউডের একাধিক সিনেমাতে খল নায়িকার চরিত্রে তার অভিনয় দর্শকের মনে আজও গেঁথে আছে। অভিনয় জীবনে তার হাতে খড়ি হয়েছিল দূরদর্শনের হাত ধরে। নিজগুণে খুব তাড়াতাড়িই টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।

কিন্তু টলিউডের আকাশের এই তারকা আজীবন নিজের বুকে না পাওয়ার বেদনা চেপে রেখেছেন। পুরস্কার তো দূরের কথা, তিনি তার যোগ্য সম্মানটুকুও কখনো পাননি। প্রথমে দূরদর্শনে এক সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করলেও খুব তাড়াতাড়ি পরিচালক বিষ্ণু পাল চৌধুরীর ‘জননী’ সিরিয়ালে পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর থেকেই টলিউডের রাস্তা তার জন্য খুলে যায়।

ঋতুপর্ণ ঘোষ, অপর্না সেন, অঞ্জন দত্তের মতো পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন রীতা কয়রাল। নিজের জীবনে একাধিক সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে বলিউড অভিনেত্রী কিরণ খেরের গলার ডাবিং করেছিলেন তিনি। ছবিটি জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পর কিরণ খেরের পাশাপাশি রীতা কয়রালের নাম জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়।

কিন্তু অনুপম খেরের ষড়যন্ত্রে শেষমেষ জাতীয় পুরস্কার পাননি রীতা কয়রাল। এই আক্ষেপ তার মনে আজীবন ছিল। টলিউডের খলনায়ক সৌমিত্র বন্দোপাধ্যায়কে বিয়ে করেছিলেন রীতা কয়রাল।তবে বিয়ের মাত্র কয়েকদিনের মাথাতেই সৌমিত্র বন্দোপাধ্যায়ের মৃত্যু হয়। রীতা কয়রাল নিজেও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ২০১৭ সালে লিভার ক্যান্সারে ভুগে অকালে মৃত্যু হয় রীতা কয়রালের।