সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবজি ফলিয়ে মাত্র কয়েকদিনে ঋণ শো’ধ, কি চা’ষ করে লাভবান হলেন এই কৃষক?

মাত্র তিন বিঘা জমিতে এক সঙ্গে বিভিন্ন ধরনের সবজি চাষ করে লাভবান হলেন মালদার একজন ভাগচাষী। ওই সামান্য জমিতে এ তিনি প্রায় সমস্ত ধরনের সবজি চাষ করে ফেলেছেন।

গ্রীষ্মের এই মরসুমে পটল, ঝিঙে, লাউ, কুমড়ো, শশা থেকে শুরু করে কলাসহ বিভিন্ন সবজি একসঙ্গে চাষ করে ফেলেছেন। মালদা ইংরেজবাজার থানার কোতোয়ালি আরাপুরের বাসিন্দা ওই চাষী পথ দেখাচ্ছেন অন্যদের।

করোনার পর থেকেই কার্যত তাদের সংসারে বিপর্যয় নেমে এসেছিল। সংসারের হাল ধরতে তিনি নিজের অল্প জমিতে সবজি চাষ করতে শুরু করেছিলেন। প্রথম দিকে তিনি নিজের সামান্য জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ করতে শুরু করেন।

আরো পড়ুন: মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মায়ের স’ঙ্গে দে’খা করলেন যোগী আদিত্যনাথ, ছবি ভাইরাল

তারপর প্রতিবেশীর জমি লিজ নেন। এভাবে বেসরকারি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে তিন বিঘা জমিতে সবজি চাষ করতে শুরু করেন ওই কৃষক। ওই ব্যক্তির স্ত্রী এবং ছেলে তাকে চাষের কাজে সাহায্য করেন।

এভাবে গত দুই বছর ধরে তারা সাফল্যের সঙ্গে সবজি চাষ করে আসছেন। বাজারে সবজি বিক্রি করে ভালো দাম পাচ্ছেন। বিনা প্রশিক্ষণে চাষ শুরু করেছিলেন ওই চাষী। সবজি চাষ করতে গিয়ে প্রথমে তাকে অনেকটা বেগ পেতে হয়েছিল।

যে কারণে ফলন ভালো হচ্ছিল না। তবে এখন তিনি নিয়মিত কৃষি দপ্তরে গিয়ে চাষের প্রশিক্ষণ নেন। এতে তার লাভের পরিমাণ অনেক বেড়েছে। দীপঙ্কর এখনো পর্যন্ত সরকারি সাহায্য পাননি।

আরো পড়ুন: আগামী ২ দিন বাংলা জু’ড়ে বৃষ্টির পরিবেশ ব’জা’য় থাকবে! কি বললো আবহাওয়া দপ্তর?

নিজের উদ্যোগে বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি সবজি চাষ করছেন। ফসল বিক্রি করে প্রতি সপ্তাহে ঋণের টাকা শোধ করছেন। তার পরেও তার লাভ থেকে যাচ্ছে।

সরকারি বিভিন্ন প্রকল্পে থেকে সাহায্যে দাবি করছেন তিনি। ঋণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন প্রশাসনের কাছে।