Home অফবিট বাজি পো’ড়া’তে অনীহা? এবার একটু অন্যভাবে কা’টা’ন দিওয়ালি, রইলো টিপস

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজি পো’ড়া’তে অনীহা? এবার একটু অন্যভাবে কা’টা’ন দিওয়ালি, রইলো টিপস

দীপাবলিতে আপনার আনন্দ হয়ে উঠতে পারে অন্যের জন্য অস্বস্তির কারণ। উৎসব সবার, কাজেই একজনের উৎসবের উৎসাহ যেন অন্যের আনন্দে ব্যাঘাত না ঘটায়। এই চিন্তা থেকেই হাইকোর্ট বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও সুপ্রিম কোর্ট অবশ্য সবুজ বাজি পোড়ানোর ক্ষেত্রে অনুমোদন দিয়েছে।

বাজির ধোঁয়া পরিবেশ দূষণ ঘটায়। বিশেষত করোনা রোগীরা এই বাতাসে নিঃশ্বাস নিলে তাদের শরীরে আরো সমস্যা দেখা দিতে পারে। তাই বাজি পোড়ানোর তুলনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই দীপাবলি প্রদীপের আলোয় চারিদিক আলোকিত করে তুলতে পরামর্শ দিচ্ছেন। তাই এবার দীপাবলিতে বাজি নয়, প্রদীপের আলোয় আলোকিত করে তুলুন চারপাশ।

প্রদীপের পাশাপাশি ফুল দিয়েও সাজিয়ে তুলতে পারেন বাড়ি। সুগন্ধি ফুলের গন্ধে ভরে উঠবে আপনার বাড়ি। আর ফুলের সৌন্দর্য ভরিয়ে তুলবে মন। এবার ফুলের সাজ বাজেটেও ঠিক থাকবে। উৎসবে আত্মীয়-পরিজন কাছের মানুষদের গিফট দেওয়ার প্রচলন রয়েছে। হাতে হাতে না দিতে চান অনলাইন প্লাটফর্ম তো রয়েছে। প্রয়োজনমতো জিনিস কিনে অনলাইন মারফত পাঠিয়ে দিতে পারেন প্রিয়জনের কাছে।

কিংবা এই দিওয়ালি কাটাতে পারেন কোনো রেস্তোরাঁয়। প্রায় সব রেস্তোরাঁতেই কমবেশি দিওয়ালি স্পেশাল মেনু থাকবে। কাজেই এই দিওয়ালি বাজি ছাড়াও স্পেশাল করে তোলা যায়।