সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা পুলিশে শূন্যপদে নি’য়ো’গ শুরু, আজই ক’রু’ন আ’বে’দ’ন, জানুন খুঁটিনাটি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালো কলকাতা পুলিশ। সম্প্রতি কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী দিনে ৩৩০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে চলেছে। সাব ইনস্পেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কলকাতা পুলিশের ওয়েবসাইট wbpolice.gov.in -এ সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন কিংবা অফলাইনে এই পদের জন্য আবেদন করা যাবে।

গত ১৯ জুলাই থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী ১৯শে আগস্ট পর্যন্ত। এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ২০ বছর হতে হবে। ১.০১.২০২১-এর আগে বয়স ২৭-এর বেশি হওয়া চলবে না। তফশিলি জাতি ও উপজাতিরা অবশ্যই নিয়মমাফিক ৫ বছরের ছাড় পাবেন। ওবিসিরাও একইভাবে আবেদনের ক্ষেত্রে বয়সে তিন বছরের ছাড় পাবে।

চাকরি প্রার্থীদের অবশ্যই স্নাতক পাস হতে হবে। যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করতে হবে। একইসঙ্গে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। দার্জিলিং, কালিম্পংয়ের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে অবশ্য তেমন কোনো বাধ্যবাধকতা থাকছে না। সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদের জন্য ১৮১ জনকে নিয়োগ করা হবে এবং ২৭জন মহিলাকেও সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। ১২২ জনকে সার্জেন্ট পদে নিয়োগ করা হবে।

কিভাবে এবং কোন পরীক্ষা নেওয়া হবে তা জানার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট http://wbpolice.gov.in-এ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ২৭০ টাকার বিনিময়ে আবেদন করতে হবে। তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য আবেদন ফি ২০ টাকা ধার্য করা হয়েছে। ডেবিট, ক্রেডিট কার্ড ছাড়াও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনেও টাকা জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।