সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাঙালিদের মনে বিষাদের সু’র, এরই মাঝে ফের বঙ্গে ধে’য়ে আসছে দু’র্যো’গ!

উৎসবের মুহূর্তের আমেজ শেষ হতে না হতেই ফের জোড়া নিম্নচাপের দাপটের সম্মুখীন হতে চলেছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি সতর্কবার্তা জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার সোমবার ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।

এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং আরব সাগরে দু’টি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তাই মৎস্যজীবীদের এই মুহূর্তে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দশমী সকাল থেকেই কার্যত কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি 97 শতাংশ। তাই আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় রয়েছে আবহাওয়াতে।

দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে সাগরে সৃষ্ট দুটি নিম্নচাপ। নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবার খারাপ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার খবর জানানো হয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে শনিবার থেকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। রবি এবং সোমবার বৃষ্টির দাপট বাড়বে। ঝড় হওয়ার পাশাপাশি রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাই বর্তমানে যারা সমুদ্রের রয়েছেন তাদের শনিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার পাশাপাশি কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এবং সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টি হতে পারে।