Home বিনোদন এক সময় বলিউডে রা’জ’ত্ব করেছেন এই অভিনেত্রী, স্বামীর অ’ত্যা’চা’রে সব ছেড়েছেন রতি...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক সময় বলিউডে রা’জ’ত্ব করেছেন এই অভিনেত্রী, স্বামীর অ’ত্যা’চা’রে সব ছেড়েছেন রতি অগ্নিহোত্রী

বলিউডের জনপ্রিয় সব সিনেমার তালিকায় সেরার সেরা হিসেবে উঠে আসে ‘কুলি’-র নাম। এই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং রতি অগ্নিহোত্রীকে। একসময় বলিউড কাঁপানো নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন রতি অগ্নিহোত্রী। তাঁর বয়স যখন মাত্র ১০ বছর, তখন মডেলিং জগতে পা রেখেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। কিন্তু আজ সেসব অতীত। তিনি নিজেকে বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বাধ্য হয়েই সরিয়ে নিয়েছেন।

মুম্বাইয়ের একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর,তাই খুব ছোট বয়সেই মডেলিং শুরু করেছিলেন রতি। ১৬ বছর বয়সে রতি তার বাবা ও পরিবারের সাথে চেন্নাই চলে যান এবং সেখানে তিনি যখন স্কুলে পড়তেন, তখন অভিনয়ও করতেন। দশটি ভাষায় প্রায় দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৬ বছর বয়সে, ১৯৭৯ সালে রতি তার প্রথম ছবি ‘পুদিয়া ভারাপুকাল’-এ অভিনয় করেছিলেন। এই ছবিটি একটি ব্লকবাস্টার হিট ছবি হয়েছিল। তাই রাতারাতি তারকা হয়ে যান রতি। এর পর একের পর এক ছবিতে জমিয়ে অভিনয় চালিয়ে যান।

Happy Birthday Rati Agnihotri Actress Suffered From Domestic Violence For  30 Years Just For Her Son

সূত্রের খবর, তিনি তিন বছরের মধ্যে প্রায় ৩২ টি কন্নড় এবং তেলেগু চলচ্চিত্র অভিনয় করেছেন। দক্ষিণ ভারতীয় সিনেমায় সাফল্য অর্জনের পর তিনি পাড়ি দেন বলিউডে। তারপর রতি বলিউড সিনেমা ‘এক দুজে কে লিয়ে’-তে কমল হাসানের সাথে কাজ করেছিলেন। বলা বাহুল্য, এই ছবির সবকটি গানই ছিল সুপারহিট। ১৯৮১ সালে ‘এক দুজে কে লিয়ে’ ছবিটির আকাশছোঁয়া সাফল্য দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। সবথেকে আশ্চর্যের বিষয়, ছবিটি দুই বছর ধরে সিনেমা হলে চলেছিল।

Rati Agnihotri Birthday Special: Five Movies Of The Actress That Will Never  Get Old

১৯৮৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী অনিল বিরওয়ানির সাথে। কার্যত বিয়ের পর থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন তিনি। রতি এবং অনিলের একমাত্র ছেলের নাম তনুজ। বিয়ের পর অনেক ছবির অফার পেয়েছিলেন রতি। কিন্তু জানা যায় পরিবারের কথা ভেবে রতি আর কোনো সিনেমা করেননি। বিয়ের বেশ কয়েক বছর পর, তিনি তার স্বামীর বিরুদ্ধে তাকে নির্যাতন, অত্যাচার এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন।

Rati Agnihotri comments on Rajiv Kapoor's sudden demise - Masala

এক সাক্ষাৎকারে রতির বক্তব্য অনুযায়ী, দীর্ঘ ৩০ বছর ধরে স্বামীর নির্যাতন সহ্য করেছেন তিনি। শুধুমাত্র ছেলে তনুজের কথা ভেবে দীর্ঘদিন তিনি চুপ করেছিলেন। যদিও রতির স্বামী অনিল এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। পরবর্তীকালে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘদিন সিনেমা জগত থেকে দূরে সরে থাকলেও ২০১৬ সালে আবার ফিরেছেন সিনেমার দুনিয়ায় এবং একটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি।