সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সংস্কারে’র জন্য এক মা’স ব’ন্ধ থা’ক’বে রথবাড়ি ফ্লাই’ওভার! বি’জ্ঞ’প্তি জা’রি ক’র’লো মালদা প্রশাসন

সংস্কারের জন্য এক মাস বন্ধ থাকবে রথবাড়ি ফ্লাইওভার! বিজ্ঞপ্তি জারি করলো মালদা প্রশাসন

মালদা,২৩ আগস্ট : ইংরেজবাজার শহরের রথবাড়ি ফ্লাইওভারের সংস্কারের জন্য ২২ আগস্ট থেকে টানা এক মাস পর্যন্ত সম্পূর্ণ বন্ধের নোটিশ জারি করেছে জেলা প্রশাসন।

সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মালদা জেলা ট্রাফিক পুলিশও রীতিমতো যানজট এড়াতে একটি রুট করে ফেলেছেন।

মালদা জেলা ট্রাফিক ওসি বিটুল পাল জানান মালদ চাঁচল রুটের বেসরকারি বাসগুলি ঘোরাপীর স্ট্যান্ডে অস্থায়ীভাবে থাকবে। তারা আম বাজারে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ফ্লাইওভারের উপর দিয়ে কোন রকম যানবাহন চলাচল করা যাবে না। এদিকে মোটরসাইকেল আরোহী টোটো জরুরী পরিষেবা এম্বুলেন্স সহ প্রাইভেট গাড়ি গুলিও মালঞ্চ পল্লী হয়ে সোজা ঘোড়াপীরে উঠবে।

স্থানীয় বাসিন্দা লক্ষণ ঘোষ এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বাড়তি ট্রাফিকের ব্যবস্থা করে শহর যানজট মুক্ত রাখার জন্য।