সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ষষ্ঠী থেকে দক্ষিণবঙ্গে ঝেঁ’পে না’ম’তে চলেছে বৃষ্টি, পুজোর প্ল্যা’ন কি ক’রে ফেলেছেন?

এবারের দুর্গা পুজোতে ভাসতে চলেছে বাংলা। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায় তেমনভাবে বৃষ্টিপাত হবে না। পয়লা অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে। অর্থাৎ ষষ্ঠীর দিন পর্যন্ত আবহাওয়া কমবেশি খারাপ থাকতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ষষ্ঠীর বিকেল কিংবা সন্ধি পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে। বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার একাংশে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। ষষ্ঠীতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণবাত তৈরি হচ্ছে।। এর ফলে ষষ্ঠীর রাত থেকে বৃষ্টিপাত বাড়তে পারে।

সপ্তমী থেকে দশমী পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। সে সময় হালকা বৃষ্টিপাত হবে। নবমী থেকে উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে।

আরো পড়ুন: মানিক কো’থা’য় গেলেন? সন্ধান চেয়ে যাদবপুর থা’না’য় ডায়েরি

পঞ্চমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের আটটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।