Home রাজ্য মানিক কো’থা’য় গেলেন? সন্ধান চেয়ে যাদবপুর থা’না’য় ডায়েরি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানিক কো’থা’য় গেলেন? সন্ধান চেয়ে যাদবপুর থা’না’য় ডায়েরি

একের পর এক তলব করেই চলেছে সি বি আই, তবে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের দেখা নেই। মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে বেরিয়ে হাইকোর্টের এসিপি দেবাশীষ গঙ্গোপাধ্যায় যাদবপুর থানায় জেনারেল ডায়েরি করেছেন। গতকাল রাত আটটার মধ্যে মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অথচ তিনি সিবিআই দপ্তরে উপস্থিত হননি।

এদিকে আবার মানিক ভট্টাচার্যকে একদিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি যদি মঙ্গলবার সিবিআই দপ্তরে যান তাহলে তাকে কেউ গ্রেফতার করতে পারবেন না। সিবিআই দপ্তরে হাজিরা না দেওয়ার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে জেনারেল ডায়েরি হয়েছে ভবানীপুর থানায়।

এসিপিকে হাইকোর্টের রেজিস্টার জেনারেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের প্রতিলিপি দিয়েছিলেন। তার ভিত্তিতে পুলিশ মানিক ভট্টাচার্যের খোঁজ নিতে শুরু করে। তাকে খুঁজে না পাওয়ায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে থানায়। এর আগেও বহুবার ইডি এবং সিবিআই এর তরফ থেকে নোটিশ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য‌।

আরো পড়ুন: নবরাত্রিতে মা দুর্গার সঙ্গে পূ’জি’ত হচ্ছেন হনুমানজি, কেন এই পু’জো করা হয়?

করোনার সময় বিভিন্ন কলেজ থেকে পড়ুয়া পিছু ৫০০ টাকা করে নিতেন মানিক। মানিকের বিরুদ্ধে বিভিন্ন সময় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সে কথা পার্থ চট্টোপাধ্যায় নাকি জানতেন। নিয়োগ দুর্নীতি মামলাতে চার্জসিটে মানিকের নাম থাকায় অভিযোগ আরো স্পষ্ট হয়েছে।