সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেট্রোতে অনুরাগীদের ডে’কে নিয়ে জন্মদিন পালন জনপ্রিয় ইউটিউবারের, সাথে সাথেই গ্রে’ফ’তা’র

জন্মদিন ধুমধাম করে পালন তাও আবার নয়ডার মেট্রো স্টেশনে যার কারণে গ্রেফতার করা হলো জনপ্রিয় ইউটিউবার ফ্লাইং বিস্ট ওরফে গৌর তানেজাকে। গৌরবকে গ্রেপ্তার করেছে নয়ডার পুলিশ।

শনিবার সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে নয়ডার মেট্রো স্টেশনে উপস্থিত হয়ে ধুমধাম করে জন্মদিন পালন করা হয় যার ফলে সেখানে জমে যায় তার অনুরাগীদের ভিড়।

এই কারণেই গৌরবের বিরুদ্ধে উত্তরপ্রদেশের নয়ডার মেট্রো স্টেশন অভিযোগ দায়ের করেন পুলিশ প্রশাসনের কাছে নয়ডার মেট্রো স্টেশনের গৌরবের জন্মদিনের কারণে জমা হয় হাজার হাজার অনুরাগী।

আরো পড়ুন: রাতে শুয়ে শুয়ে মেয়েরা মোবাইলে কোন জিনিসটি বেশি সা’র্চ করেন? উত্তর জা’ন’তে চাইবেন না?

এইরকম ভাবে সরকারি এলাকায় ঢুকে লোকজন জড়ো করে জন্মদিন পালন করার ফলে পুলিশ গৌরবকে গ্রেপ্তার করেছে। গৌরবের বিরুদ্ধে ১৪৪,১৮৮,৩৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।

একদিকে যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ঠিক সেইরকম একটি সময় হাজার হাজার মানুষের ভিড়ে নিজের এরকম জন্মদিন পালন করা ব্যাপারটি আইনের বিরুদ্ধে। এইরকম কৃতকার্য এর জন্য জন্মদিনের দিন তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।

একদিকে যখন করোনাভাইরাস এর জন্য সবাইকে সতর্ক থাকতে, দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, ঠিক সেই সময় এই সরকারি এলাকাতে ঢুকে এই ধরনের বেআইনি কাজ গৌরব করে। যার ফলে পুলিশ প্রশাসনের তরফ থেকে তার বিরুদ্ধে আনা হয় কড়া পদক্ষেপ।