সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

CBI দপ্তরে হাজিরার নি’র্দে’শ পার্থ চট্টোপাধ্যায়কে, ভর্তি হওয়া যা’বে না উডবার্ন ওয়ার্ডে: কলকাতা হাইকোর্ট

বর্তমানে অনেকটাই ফাপড়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যখন নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে তার উপর।

আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে।হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, আজ বিকাল পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায় কে হাজির হতে হবে।

শুধু তাই নয় তিনি আরো বলেছেন, কোনভাবেই সিবিআইয়ের হাজিরা এড়ানো যাবে না। এমনকি কোনভাবেই শারীরিক অসুস্থতা দেখিয়ে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডেও ভর্তি হওয়া যাবে না।

আরো পড়ুন: নাগা চৈতন্যের আ’গে এই অভিনেতাকে বি’য়ে করতে চেয়েছিলেন সামান্থা! তবে জুটেছিলো প্র’তা’র’ণা

সাথে বলা হয়েছে প্রয়োজনে সিবিআই অফিসাররা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। কিন্তু এদিকে আবার বিচারপতির নির্দেশের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে হাজির হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এর আইনজীবীরা।

এদিকে আবদুল গণি আনসারি-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর আনা মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে মামলা পৌঁছায় ডিভিশন বেঞ্চে। তবে সেখানে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ও বিচারপতি হরিশ ট্যানডনের ডিভিশন বেঞ্চে তরফ থেকে নির্দেশ দেওয়া হয়। আদালতের মুখ বন্ধ খামে সেটাকে পেশ করতে হবে তবে সেটা খোলা যাবে না এখনি।