সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিধায়ক পদ থেকে ই’স্ত’ফা দিতে পারেন পার্থ!

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব খুইয়েছেন। এমনকি তিনি শাসকদলের উচ্চ পদ থেকেও সাসপেন্ডেড। পার্থ আইনজীবীরা শুক্রবার আদালতে জানালেন, তিনি তাঁর বিধায়ক পদটি থেকেও ইস্তফা দিতে প্রস্তুত।

এমনকি তিনি দরকারে বেহালা পশ্চিম থেকে তৃণমূলের টিকিটে জয়ী তৃণমূল নেতা এখন ক্ষমতার সঙ্গে তাঁর শেষ যোগাযোগটুকুও মুছে দিতে রাজি।

এদিন এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত পার্থের ১৪ দিনের জেল হেফাজত চেয়ে শুক্রবার আদালতে আবেদন করে ইডি। কারণ শুক্রবারই পার্থের দ্বিতীয় দফার ইডি হেফাজত শেষ হয়েছে।

আরো পড়ুন: স্বামীর স’ঙ্গে adjust করলে হয়তো ভা’লো বউ হতে পারতাম! আ’ক্ষে’প করলেন রচনা ব্যানার্জি

তারই পাল্টা পার্থের আইনজীবীরা জানান, পার্থের বাড়ি থেকে একটি চিরকুটও পাওয়া যায়নি। তা ছাড়া পার্থ এখন আর মন্ত্রীও নন। দলের পদে নেই। উনি একেবারেই একজন সাধারণ মানুষ।

যাঁর বয়স হয়েছে। তাই তাঁকে জামিন দেওয়া হোক। এর পরেই আইনজীবীদের সংযোজন, পার্থ তাঁর বিধায়ক পদটি থেকেও ইস্তফা দিতে প্রস্তুত।