সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শহর কলকাতায় বি’স্ফো’র’ণে উড়ে গেল বাড়ির একাংশ, আ’ত’ঙ্ক এলাকা জু’ড়ে

আজ অর্থাত বৃহস্পতিবার খোদ কলকাতার বুকে হল ভয়াবহ বিস্ফোরণ। করেয়া থানার অন্তর্গত আহিরিপুকুর এলাকায় আকস্মিক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা। এটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ফলে বাড়ির একাংশ ভেঙে যায়। আহত হন একই বাড়ির চার সদস্য। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পড়েছেন পুলিশ।

সূত্রের খবর অনুসারে, আজ সকাল সাতটা নাগাদ হঠাৎ বিকড একটি বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা। স্থানীয়রা তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন ৮/৩ আহিরিপুকুর ফাস্ট লেন ঠিকানার বাড়ির একাংশ ভেঙে পড়েছে। অগ্নিদগ্ধ হয়ে চাপা পড়ে আছেন এক ব্যক্তি। তড়িঘড়ি সকলে উদ্ধার কাজে নেমে পড়েন এবং পরিবারের সদস্যদের উদ্ধার করার জন্য চেষ্টা করতে থাকেন।

স্থানীয় সুত্র থেকে জানা গেছে, ওই বাড়ির একতলায় থাকতেন আনন্দ দাস, স্ত্রী কিরণ দাস, ৯ বছরের সন্তান এবং ১৬ বছরের ভাইজি। প্রত্যেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচতলা বাড়ির আর কোন অংশে কেউ থাকতেন না।

এই ঘটনায় তড়িঘড়ি উপস্থিত হন লালবাজারের বিশেষ টিম, ফরেনসিক টিম, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সিএসসি কর্তৃপক্ষ। প্রথমে মনে করা হচ্ছিল গ্যাস সিলিন্ডার ফেটে হয়তো বিস্ফোরণ হয়েছে কিন্তু প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্যাস সিলিন্ডার ফেটে নয়, হয়তো অন্য কোন কারণেই বিস্ফোরণ ঘটেছে। সমস্ত ঘটনাটি খতিয়ে দেখার পর আসল কারণ উন্মোচন হবে সকলের সামনে।