সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সা’ধা’র’ন মা’নু’ষ স্কু’ল প’ড়ু’য়া স’বা’র রা’স্তা আ’ট’কে দি’লো ৪০ টি দাঁ’তা’ল হা’তি’র দ’ল! দে’খু’ন ছ’বি

সাধারন মানুষ স্কুল পড়ুয়া সবার রাস্তা আটকে দিলো ৪০ টি দাঁতাল হাতির দল! দেখুন ছবি

একেবারে রাস্তার মাঝে চল্লিশটি হাতির দল মিলে সাধারণ মানুষের যাওয়ার রাস্তা বন্ধ করলো, ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রামের ব্লকের বেলতলা মানিকপাড়া বাসরাস্তার মাঝে গোবিন্দপুর এলাকায়। বাজার চলতী মানুষ, স্কুল চলতি পরুয়া সবার রাস্তা আটকে বসে আছে ৪০ টি দাঁতাল হাতির দল। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবারে।

সাধারণ মানুষ তো প্রথম থেকেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিন্তু সবথেকে বেশি অসুবিধা মুখে পড়েছে দুধকুন্ডি বাপুজি চারুলতা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। কারণ , সাড়ে তিনটের সময় বিদ্যালয় ছুটি হওয়ার পরেও হাতির দল রাস্তা থেকে এক ইঞ্চিও সরে দাঁড়ায় নি। যার ফলে বাড়ি ফিরতে দারুন অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের।

 

সেখানকার স্থানীয় বাসিন্দারা অনেকেই জানায়, ঘন্টা তিনেক পরেও যখন হাতির দল সেখানেই দাঁড়িয়ে থাকে, তখন সরাসরি বনদপ্তর কে খবর দেওয়া হয় কিন্তু তার পরেও তারা আসে না। তাহলে তাদের কি বড় কোনো ঘটনা হওয়ার পরে ঘুম ভাঙ্গবে? যদি এখানে কিছু হয়ে যায় তাহলে তার দায়ভার কে নেবে?

এমনিতেই সন্ধ্যা হয়ে গেলেও ছাত্রছাত্রীরা সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে পারে না হাতির ভয়ে। যার কারণে অভিভাবকরা খুব চিন্তার মধ্যে পড়ে। ঝাড়গ্রামের এই ঘটনা নতুন নয় তবে এত সময় সাপেক্ষ হবে তা আগে কেউ ভাবতে পারেনি। এই দাঁতাল হাতির চটি সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের একেবারে দুর্দশার জোগাড়।