সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OnePlus Nord 2T 5G শু’রু হলো বি’ক্রি, রয়েছে অভাবনীয় ডিসকাউন্ট

ইতিমধ্যেই One Plus এর নতুন ফোন আজ দুপুর থেকেই বিক্রি শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে এর মধ্যে নাকি রয়েছে দুর্দান্ত সব ফিচার। সবথেকে বড় ই কমার্স সাইট amazon ও oneplus এর নিজস্ব ওয়েবসাইট থেকে এই ফোনটি সহজে সংগ্রহ করতে পারবেন আপনারা।

এই ফোনের মধ্যে দুটি ভেরিয়েন্ট রাখা হয়েছে সাথে কালারের দিকেও নজর দেওয়া হয়েছে । এই ফোনের প্রসেসর রাখা হয়েছে MediaTek Dimensity 1300 চিপসেট। তার সাথে রয়েছে OnePlus iconic alert Slider, যেটা খুবই আকর্ষণীয়।

আগের ফোন গুলোতে কিন্তু এই ফিচার ছিল না। যেটা এই নতুন ফোনে রয়েছে। মাত্র দুটি কনফিগারেশন তার মধ্যে এই ফোনে রয়েছে 12GB RAM এবং 256GB ও আরেকটি হল 8GB RAM/128।

আরো পড়ুন: মা কালীকে নিয়ে বি’রূ’প ম’ন্ত’ব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

এই ভেরিয়েন্ট হিসেবে স্বাভাবিকভাবেই দামের পার্থক্য তো থাকবেই। মোবাইলের বেস প্রাইসের দাম রাখা হয়েছে 28,999 টাকা ও টপ মডেলের দাম রাখা হয়েছে33,999 টাকা। মোবাইল দুটোর মধ্যে দুটি কালার ভেরিয়েন্টও রাখা হয়েছে একটি হল Jade Fog (Green) এবং অন্যটি Grey Shadow (black) ।

এবার যদি OnePlus Nord 2T 5G স্পেশিফিকেশনের কথা বলা যাক। এর মধ্যে রাখা হয়েছে 6.43 ইঞ্চি AMOLED ডিসপ্লে, সাথে Full HD+ রেজ়লিউশন এবং 90Hz রিফ্রেশ রেট। এই ফোনের মধ্যে দেওয়া হয়েছে ত্রিপল ক্যামেরা সেট আপ, প্রাইমারী ক্যামেরার মধ্যে রাখা হয়েছে ৫০ মেগাপিক্সেল।