সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেউচা পাচামির পর আ’রো এক কয়লাখনির প্র’ক’ল্প রাজ্যে! বি’রা’ট সংখ্যক চাকরির সু’যো’গ

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বারবনির গৌরানডী পানুরিয়ায় তৈরি হচ্ছে এক নতুন কয়লা খনি প্রকল্প ।এ কাজে সহায়তা করবে ওয়েস্টবেঙ্গল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশন। এ প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে।

এ নিয়ে আসানসোলের সার্কিট হাউসে একটি মিটিং ডাকা হয়।এই মিটিংয়ে রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক , পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ ,পশ্চিমবঙ্গ খনি উন্নয়ন নিগমের সিএমডি সহ আসানসোল দুর্গাপুরের পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন ।

এই বৈঠকে আলোচনার মাধ্যমে জানা যায় প্রকল্পটির শুরুর জন্য যে জমির প্রয়োজন তা খুব শীঘ্রই নেওয়া হবে , তবে এক্ষেত্রে জমির মালিকদের ক্ষতিপূরণও চাকরি দেওয়া হবে। স্থানীয় মানুষ এই সিদ্ধান্তে খুশি হয়েছে গ্রামের বাসিন্দা কালিপুর টুডু, প্রদীপ টুডু জানায় তারা কয়লাখনি কে স্বাগত জানাবে।

আরো পড়ুন: হাতে বে’শি সময় নেই, একটু পরেই ব’ন্ধ হ’য়ে যা’চ্ছে ইন্টারনেট পরিষেবা

এক্ষেত্রে যাদের সেই গ্রামে নিজস্ব জমি নেই তাদের জন্য 500 বর্গফুট বাইরের বাড়ি তৈরি করা হবে এ সিদ্ধান্তে তারা খুবই খুশি ।
তারা জানায় এই প্রকল্পটি শুরু হলে গ্রামের মানুষ প্রত্যক্ষ-পরোক্ষ দুই ভাবে উপকৃত হবে।

গ্রামের মানুষদের কর্মস্থানে সুযোগ মিলবে জানা যায়। প্রকল্পের মাধ্যমে 700 জন প্রত্যক্ষ 5000 জন পরোক্ষভাবে উপকৃত হবে। জানা যায় পানুরিয়া, দাস কেয়ারী, জামগ্রাম এই মৌজা গুলি এই প্রকল্পের আওতায় আসবে।