সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিলিগুড়ি মুরালি’গঞ্জ চেক’পোস্ট সং’ল’গ্ন এ’লা’কা থে’কে সা’পে’র বি’ষ স’হ গ্রে’ফ’তা’র এক

শিলিগুড়ি মুরালিগঞ্জ চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে সাপের বিষ সহ গ্রেফতার এক

রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়ার নেতত্বের বনকর্মীরা। এরপর সেখান থেকে সাপের বিষ সহ একজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতের নাম সারাফাট(৫০)। সে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা।

এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুরালিগঞ্জ চেকপোস্ট সংলগ্ন মহানন্দা ব্রিজ থেকে সাপের বিষ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং সাপের বিষ ফ্রান্স থেকে বাংলাদেশ হয়ে এসেছে।

যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে চোপড়ার বাসিন্দা। এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে উদ্ধার হওয়া সাপের বিষটি একটি জাড়ের মধ্যে রয়েছে যার ওজন ২কেজি ৫০০ গ্রাম। এবং যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা।