সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Ola-Uber-কে এখন অ’তী’ত! কলকাতায় ক্যাব চালকরা ল’ঞ্চ ক’র’লো Ryde

অ্যাপ ক্যাব এর বিরুদ্ধে একেরপর এক অভিযোগ শুনতে শুনতে রীতিমতো নাজেহাল যাত্রীরা। যাত্রীদের সুবিধার্থে এবার কলকাতার বুকে চালু করা তৈরি করলেন একটি অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। ক্যাব চালকদের মত অনুযায়ী, এখানে ভাড়া সব সময় একই থাকবে। কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না। বৃহস্পতিবার থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। নাম দেওয়া হয়েছে রাইড।

কামারহাটির বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এই অ্যাপ ক্যাবের উদ্বোধন করেন। নেহেরু চিলড্রেনস মিউজিয়াম এর কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হলো এই পরিষেবা। ওয়েস্ট বেঙ্গল অনলাইন কাব operators’ গিল্ড দাবি করেছেন, একইসঙ্গে রাস্তায় এক হাজার গাড়ি নামানো হয়েছে। এর জন্য তৈরি করা হয়েছে একটি অ্যাপ।

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় অনেকগুলি অ্যাপ ক্যাপ সংস্থা রয়েছে যেমন ওলা, উবের। অনেক সময় কাজের থেকে বেশি ভাড়া দাবি করার অভিযোগ ওঠে এই সমস্ত অ্যাপ গুলোর বিরুদ্ধে। সঙ্গে এসি না চালানোর অভিযোগ ওঠে অনেকবার। এক্ষেত্রে চালকদের দাবি, গাড়ি চালিয়েছে টাকা তারা পান তার কিছুই তারা ঘরে নিয়ে যেতে পারেন না। তেলের দাম বাড়লো তাদের কমিশন তুলনামূলকভাবে একেবারেই বাড়েনি। এর মাঝখানে যদি এসি চালানো হয় তাহলে, একেবারেই লাভ কিছু থাকেনা।

ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাপ অপারেটর গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এখন যে সমস্ত সংস্থা এই পরিষেবা দেয়, তাদের চালকদের কিছুই থাকেনা। ঠিক সেই কারণে পরিষেবার মান দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে।

নতুন এই সংস্থায় ১৬ জন মহিলা গাড়িচালক রাখা হয়েছে। মহিলাদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীদিনের গাড়ির সংখ্যা আরো বেশি বাড়িয়ে দেওয়া হবে এবং কলকাতার বাইরে ও পরিষেবা দেওয়া হবে। প্রত্যেক কিলোমিটার ১৫ টাকা করে চার্জ নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। তবে গাড়িতে উঠলেই ন্যূনতম ৩৫ টাকা দিতে হবে। ওয়েটিং চার্জ হিসেবে দিতে হবে এক টাকা প্রতি মিনিটে। সমস্ত যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে এটি হেল্পলাইন নম্বর। ৯৮৩৬১১১২২২। গাড়ি বুক করা যাবে অ্যাপের মাধ্যমে।