সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু কোরান নয়, গীতাতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে জে’হা’দে”র কথা বলেছেন, বি’ত’র্কি’ত ম’ন্ত’ব্য কংগ্রেস নেতার

রাজনীতিতে ধর্মীয় আলোচনা যতদিন যাচ্ছে বেড়েই যাচ্ছে। কারো কাছ থেকে কোনো ধর্মীয় মন্তব্য আসলেই সেটা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। আর এবারে সেরকমই একটি মন্তব্য নিয়ে বিপাকে পড়লো বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাটিল। তিনি সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা মহসিনা কিদওয়াইয়ের আত্মজীবনীর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সেখানে তিনি বক্তৃতা রাখতে গিয়ে একটি বিষয় নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, ”কোরানেই কেবলমাত্র নয়, মহাভারতেও গীতার অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদের কথা বলেছেন। শুধু কোরান বা গীতাই নয়, খ্রিস্টান ধর্মেও এটা রয়েছে।” অর্থাৎ তিনি বলতে চেয়েছেন জেহাদের কথা সকল ধর্মগ্রন্থতেই আছে। কিন্তু মানুষ এটার সঠিক দিকটা দেখে না। ধর্ম ধর্ম করে হিংসা করে মরে।

তিনি এও বলেন যে, ”সব কিছু বুঝিয়ে বললেও মানুষ যদি না বোঝে, অস্ত্র নিয়ে ছুটে আসে তাহলে আপনি পালিয়ে যেতে পারেন না। আপনি এটাকে জেহাদ বলতে পারেন না। ভুলও বলতে পারেন না। বিষয়টা বুঝতে হবে। হাতে অস্ত্র নিয়ে মানুষকে বোঝানোর এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।”

কিন্তু তার এই নিরপেক্ষ বক্তব্য নিয়েও নানা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নানা রকমের মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি টুইটারে একটি পোস্ট করে সেখানে তিনি লেখেন, ‘আপের গোপাল ইটালিয়া ও রাজেন্দ্র পালের পরে এবার হিন্দু বিদ্বেষ ও ভোটব্যাংক রাজনীতির কারণে শিবরাজ পাটিল বলতে শুরু করেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদ শিখিয়েছিলেন।

কংগ্রেস হিন্দু/ গেরুয়া সন্ত্রাসের কথা বলে, রাম মন্দিরের বিরোধিতা করে, রামের অস্ত্বিত্ব নিয়ে প্রশ্ন তোলে। ওরা বলে হিন্দুত্ববাদ আইসিসের সমান।’ সব মিলিয়ে শিবরাজের মন্তব্য নিয়ে যে যেমন পারছে সেভাবেই আক্রমন করতে শুরু করেছে তাঁকে।