সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনো কুকুরও হৃতিকের সিনেমা দে’খ’তে যা’বে না, সালমানকে ধু’য়ে দিলেন হৃত্বিক

হিন্দি সিনেমার অনেক তারকাদের মধ্যে সম্পর্ক ভালো হলে কি হবে, আবার অনেক অভিনেতাই আছেন যারা একে অপরের চিরশত্রু। সম্পর্কে রয়েছে দীর্ঘ ফাটল। হিন্দি সিনেমার দুই বড় সুপারস্টার হৃতিক রোশন ও সালমান খানের সম্পর্কটা খানিকটা এই রকম। সালমান হৃতিকের একটি ছবিতে এক বিতর্কিত মন্তব্য করে ফেলায় দুজনের সম্পর্কের এহেন অবনতি।

একবার সলমনের ভাই অভিনেতা সোহেল খান একটি ছবির প্রচারের সময় হৃতিক রোশনকে নিরুৎসাহিত করে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রশংসা করেছিলেন। এমনকি শুধু তাই নয়, সোহেল হৃতিক ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাজের তুলনাও করেছেন। পরে হৃতিক সালমানের বক্তব্যের জবাবও দিয়েছিলেন তবে অন্য ভাবে।

বলিউডে হৃতিক রোশনের আত্মপ্রকাশ ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে। ২০০০ সালে তার বাবা অভিনেতা তথা পরিচালক রাকেশ রোশন এই ছবিটি পরিচালনা করেছিলেন। বলাই বাহুল্য প্রথম ছবিতেই হৃতিক রোশন তাঁর অভিনয়ের প্রমাণ দিয়েছিলেন। ছবিটি সুপার হিট হয়েছিল। তবে হৃতিক বলিউডে আসার আগে থেকেই সালমান হৃতিককে হেয় করতে শুরু করেন। হৃতিকের ছবি ‘গুজারিশ’ নিয়ে সালমান ভুল এবং অযৌক্তিক কথা বলায় দুজনের সম্পর্কের অবনতি হয়। হঠাৎই এক অনুষ্ঠানে সালমান খান হৃতিকের ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুজারিশ’ সম্পর্কে বলেছিলেন যে, “এই ছবি চলাকালীন হলে মাছি উড়ছিল, কিন্তু কোনও মশা দেখতে যায়নি, আরে, কোনও কুকুর যায়নি।” সালমানের পরে সোহেলও হৃতিককে ব্যঙ্গ করেছেন।

২০১৬ সালে, ‘ফ্রিকি আলি’ সিনেমায় অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটির পরিচালক ছিলেন সোহেল খান। ছবির প্রচারের সময় নওয়াজউদ্দিন সিদ্দিকীকে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, “আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে নাচের জুতো পরা কতটা কঠিন ছিল?” নওয়াজ সেই উত্তর দেওয়ার আগেই সালমানের ছোট ভাই সোহেল খান হৃতিককে ব্যঙ্গ করে বলেছিলেন, “নওয়াজ ভাই যদি তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেন তবে তিনি সহজেই হৃতিক রোশন যা করেন তা করতে পারেন। কিন্তু হৃতিক ১০ বছর ধরে কাজ করলেও তিনি নওয়াজ যা করেন তা করতে পারবেন না।”

কিন্তু এত অপমানের পরেও সলমনের কথায় কোনো রিয়্যাক্ট করেননি হৃতিক, বরং বলেছিলেন, “আমি সবসময় সালমানকে একজন ভাল মানুষ বলে মনে করেছি, যাকে আমি দেখেছি এবং প্রশংসা করেছি এবং এখনও করি। তিনি সবসময় একজন নায়ক ছিলেন এবং সবসময় থাকবেন। তবে কোনো অভিনেতা অসফল হলে তাকে নিয়ে হাসা বা ঠাট্টা করা উচিত নয়।”