সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৈ’রি হল ন’তু’ন কর কা’ঠা’মো! সেপ্টে’ম্বর মা’স থে’কে’ই ক’ম’তে পা’রে ম’দে’র দা’ম

তৈরি হল নতুন কর কাঠামো! সেপ্টেম্বর মাস থেকেই কমতে পারে মদের দাম

আগামী সেপ্টেম্বর মাস থেকেই মদের দাম কমতে পারে রাজ্যে। আবগারি করের নতুন কাঠামো তৈরি করে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। আবগারি দপ্তর সূত্রে খবর, এই পর্বে কমবে দেশে তৈরি বিলিতি মদ ও রামের দাম। তবে কমপক্ষে ২০ শতাংশ বাড়তে চলেছে দেশি (বাংলা) মদের দাম। অর্থ দপ্তরের ছাড়পত্র মিললেই নতুন কর ব্যবস্থা লাগু হয়ে মদের দাম নির্ধারিত হবে।

গত বছর কোভিড পর্বে এপ্রিল এবং নভেম্বর এই দু’মাসে পরপর দু’বার মদের দাম বেড়েছিল। দাম বৃদ্ধি হওয়ার ফলে রাজস্ব আদায় ঠিকঠাক হয়েছিল। কিন্তু ক্রেতার সংখ্যা কমছিল হু হু করে। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গে অপেক্ষাকৃত কম দামের মদ চোরাপথে ঢুকছে প্রতিবেশী রাজ্য (অসম, সিকিম এবং অরুণাচল প্রদেশ) থেকে। ফলে রাজস্ব ক্ষতি হচ্ছে রাজ্যের। তাই সবকিছু বিচার বিবেচনা করেই নতুন কর কাঠামো তৈরি হচ্ছে। এই পর্বে হুইস্কি ও রামের ৭৫০ মিলিলিটার বোতলের দাম ১০ থেকে ২৫ শতাংশ কমতে পারে বলে খবর। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মদের নতুন দাম কার্যকর হতে চলেছে।

প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে মদের উপর ৩০ শতাংশ আবগারি কর চেপেছিল। এরপর গত নভেম্বর মাসে লিটার প্রতি কর আরও কিছুটা বাড়লে মদের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায়। এর কারণে কমেছে বিক্রির পরিমাণ। তবে এর প্রভাব ঠিক কতটা পড়েছে তা বোঝা যাবে আগামী নভেম্বর মাসে। ওই সূত্রটি আরও জানিয়েছে, এতে বাজার ধরে রাখা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই আবগারি করের পুনর্বিন্যাস করলে তবেই সবটা সামাল দেওয়া যাবে। দেশী মদের দাম কতটা বৃদ্ধি পাবে তার উদাহরণ হিসেবে ওই সূত্রটি জানিয়েছে, এখন কিছু কিছু বাংলা মদের ৬০০ মিলিলিটারের দাম ১০০ টাকা, সেটা বেড়ে হতে পারে ১২০ টাকা।