সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ২৪ বছর বয়সেই ২২ সন্তানের মা! এখনই থা’ম’তে রা’জি নন কোটিপতি ব্যবসায়ীর সু’ন্দ’রী স্ত্রী

মাত্র ২৪ বছর বয়সে ২২ সন্তানের জননী! এও কী সম্ভব? জন্মসূত্রে রাশিয়ান ক্রিস্টিনা ওজতুর্কের কথাই আজ আপনাদের বলছি। তাঁর স্বামী গালিপের বয়স ৫৭। তিনি একজন কোটিপতি ব্যবসায়ী। তাদের সম্পর্কের কাছে বয়সটা শুধুই একটা সংখ্যা মাত্র। জর্জিয়ায় বেড়াতে গিয়ে দু’জনের প্রেম হয়। আর তারপরেই তারা বিয়ে করেন। মাত্র ১৭ বছর বয়সে প্রথম কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন ক্রিস্টিনা। এটিই একমাত্র তাদের স্বাভাবিক সন্তান।

আসলে আমি বলতে চাইছি, ক্রিস্টিনার ২২ জন সন্তানের মধ্যে ২১ জনেরই জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। মাত্র ১৮ মাসের ব্যবধানেই এই ২২ জনের জন্ম হয়। কিন্তু এখন প্রশ্ন হল এসবের জন সারোগেটের খরচও তো নেহাত কম নয়! জানা গেছে, ২২ জনের গর্ভ ভাড়া হিসেবে তাঁরা দিয়েছেন মোট ১ লক্ষ ৩৮ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।

আর এই ২২ জনের দেখাশোনা ক্রিস্টিনা যে একা করেন না তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন! তাদের দেখভালের জন্য ১৬ জন ন্যানি অর্থাৎ শিশুদের আয়া রেখেছেন তাঁরা। তাঁদের এক একজনের বেতন সপ্তাহে প্রায় ৩৫ হাজার টাকা করে। অবশ্য সেদেশে বড় পরিবারে পারদর্শী ন্যানিদের বেতন এমনই। কি বেতন শুনেই চোখ কপালে উঠছে তো!

ক্রিস্টিনা জানিয়েছেন, তাঁর সন্তানদের। সর্বোচ্চ মানের দেখভাল করা হয়, এর জন্য সপ্তাহে প্রায় ৩,৫০০ পাউন্ডের (সাড়ে ৩ লক্ষ টাকা) কাছাকাছি খরচ হয়। ক্রিস্টিনা এও বলেন, এখনই থামার কোনও পরিকল্পনা নেই তাঁর। আরও কয়েকজন সন্তান চাই তাঁর। সূত্রের খবর, ২২ জন সন্তান নিয়ে ক্রিস্টিনা ও গালিপ জর্জিয়ার বাতুমিতে তাঁদের প্রাসাদোপম বাড়িতে থাকেন। ক্রিস্টিনা জানিয়েছেন, ছোট থেকেই বহু সন্তান ও বড় পরিবারের স্বপ্ন ছিল তাঁর। গালিপেরও সেই একই ইচ্ছা। তাই এভাবেই তাঁদের ইচ্ছা পূরণ হয়েছে। তবে বিশ্বের বৃহত্তম পরিবার তাঁর লক্ষ্য নয়। তাদের একমাত্র লক্ষ্য হল বিশ্বের সবচেয়ে সুখী পরিবার হওয়া।