সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৮ শতাংশের বেশি সুদ মিলছে পোস্ট অফিসের এই স্কীমগুলোতে, তড়তড়িয়ে বাড়বে পুঁ’জি!

কথায় বলে রাখলে টাকা ডাক ঘরে লক্ষ্মী আসেন সংসারে। ব্যাংকের তুলনায় ডাকঘরে টাকা রাখলে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। পাওয়া যায় বিপুল পরিমাণে সুদ। দ্রুত বিনিয়োগের অংক দ্বিগুণ হতে পারে এছাড়া সঞ্চয় করতে পারেন প্রায় ৯.২% পর্যন্ত। তুমি রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম জমা টাকায় প্রাপ্ত বার্ষিক সুদ পেয়ে যাবেন ৮.২%।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সঞ্চয়ের উপর বার্ষিক সুদ ৮%। অন্যদিকে কিষান বিকাশ পত্রে জমা টাকায় বার্ষিক সুদ পাবেন ৭.৫%। পোস্ট অফিস মান্থলি স্কিমে ৭.৪%।পিপিএফ একাউন্টের ৭.১ শতাংশ। এছাড়া কর ছারের সুবিধাও পাওয়া যায় এখান থেকে।

কেন্দ্র সরকারের আমানতের সীমা ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে পোস্ট অফিসে। শুধু তাই নয় পরবর্তী ত্রৈমাসিকের এপ্রিল থেকে জুন পর্যন্ত সুদের হার বাড়িয়ে ৮.২% করা হয়।

পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর জমার পরিমাণ সম্পূর্ণরূপে ফেরত পেতে পারেন আপনি, আর এই সুবিধা রয়েছে বয়স্কদের জন্য অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে। মেয়েদের জন্য রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এখানে কেন্দ্র সরকার ৮% সুদ দিচ্ছে।

মাত্র আড়াইশো টাকা দিয়ে এই একাউন্ট খুলে যায় প্রতিবছর ১.৫০ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। কিষান বিকাশ পত্রে ১০ বছর পরে দ্বিগুণ হয়ে যায় সুদ। কেন্দ্র সরকার সুদের হার এখানে বাড়িয়ে ৭.৫ শতাংশ করেছে।

যেকোনো ভারতীয় নাগরিক এই একাউন্ট খুলতে পারেন। পোস্ট অফিস ইনকাম স্কিমে বিনিয়োগের পরবর্তী পাঁচ বছরে আপনি জমা করা টাকায় রিটার্ন পেতে পারেন ভালো মানের।

অর্থ জমা সীমা নয় লক্ষ টাকা করা হয়েছে। সুদের হার বাড়িয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে। পিপিএফ একাউন্টে প্রতিবছর সর্বনিম্ন ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত জমাতে পারেন সুদের হার ৭.১%।