সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সি’বি’আই হেফা’জতে উ’দ্ধা’র হওয়া টাকা যা’বে বিজেপি’র পা’র্টি ফা’ন্ডে: বি’স্ফো’র’ক দেবাংশু

সিবিআই হেফাজতে উদ্ধার হওয়া টাকা যাবে বিজেপির পার্টি ফান্ডে: বিস্ফোরক দেবাংশু

প্রায় ৫০ কোটি টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আর এই প্রসঙ্গেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কার্যত এক হাত নিলেন ।

এদিন বিকালে হাওড়া ময়দানে এক প্রকাশ্য জনসভায় তিনি অভিযোগ করেন, ওই বাড়ি থেকে ১০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যে দেখানো হয়েছে মাত্র ৫০ কোটি টাকা। বাকি টাকা সিবিআই হেফাজতে রয়েছে। ওই টাকা বিজেপির পার্টি ফান্ডে চলে যাবে। যা দিয়ে পোস্টার ছাপানো হবে আপকি বার মোদী সরকার। সাড়ে ৪০০ টাকা থেকে ১২০০ টাকা গ্যাসের মূল্য বৃদ্ধিতে বড়সড় দুর্নীতি রয়েছে।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগে বেনিয়মের মামলায় অস্বস্তিতে। ইডি-এর হাতে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিসভা থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। এমনকী, তৃণমূল যে পদে ছিলেন তিনি, সেই মহাসচিব পদটিও তুলে দেওয়া হয়েছে।

অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পার্থ-অর্পিতা এখন জেল হেফাজতে।