সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোদিই বিজেপির আসল চে’হা’রা, বাকিরা ছেড়া মাস্ক: শিবসেনা

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলো শিবসেনা। আবার শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এর কাছে কড়াভাবে সমালোচিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে সঞ্জয় রাউত প্রধানমন্ত্রীর ভূয়শী প্রশংসা করেছেন। সেখানে লেখা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪-র নির্বাচনের কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ নিচ্ছেন এবং পুরনো ভুল শুধরে নিচ্ছেন।

অপরপক্ষে সামনার একটি সম্পাদকীয়তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছে শিবসেনা। সামনায় পশ্চিমবঙ্গে বিজেপির হারের জন্য অমিত শাহকেই দায়ী করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে অমিত শাহ দলকে বাংলার নির্বাচনে হারিয়েছেন। মহারাষ্ট্রে ২৫ বছরের পুরনো সঙ্গী শিবসেনাকেও হারিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে অমিত শাহের বিরুদ্ধে।

সেখানে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী হলেন বিজেপির প্রধান মুখ। বাকিদের ছেঁড়া মাস্কের সাথে তুলনা করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যদি মোদিকে ছাড়া পৌরসভার নির্বাচনী লড়াই করা হয় তাহলে এই ছেঁড়া মাস্কের দল হেরে যাবে। সেই দিকে দৃষ্টি দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪-র নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই মুখপত্রে ।

এদিকে আবার শিবসেনার প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি বয়ানের পর রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাও সাহেব দানবেকে আগামী দিনের সঙ্গী বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন, শীঘ্রই বিজেপি আর শিবসেনার ফের একবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে চলেছে।