সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য জু’ড়ে আবহাওয়ার ব্যা’প’ক ভোলবদল, কি বললো হাওয়া অফিস জেনে নিন

একটানা ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজ্যবাসী। রাজ্যজুড়ে যে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে তাতে উষ্ণতা কমছে না। তবে এরই মাঝে আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী সোমবার থেকেই রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হতে চলেছে। বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে নতুন করে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আগামী কয়েক ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হতে চলেছে। হাওয়া অফিসের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের ৩ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতায় তেমনভাবে বৃষ্টিপাত না হলেও আকাশ থাকবে মেঘলা। একই সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া ঘাম ঝরাবে। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে বৃষ্টিপাত হতে চলেছে।

সোমবার থেকে উপকূলের ৩ জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। শহরজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে। উত্তরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। এদিকে আবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। লাগাতার বৃষ্টিতে পাহাড়ের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে।