সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিকিম ও শিলিগুড়ির মধ্যে জাতীয় স’ড়’কে ব্যা’প’ক ধ’স, নি’খোঁ’জ ৫

একটানা বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জায়গা। টানা বৃষ্টির জেরে সর্বত্র ভয়ানক অবস্থা হয়েছে। নিখোঁজ হয়ে গেছেন পাহাড়ের বহু মানুষ। ইতোমধ্যেই নিখোঁজের খোঁজে নেমে পড়েছেন পুলিশ। করা হচ্ছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার রাত এগারোটায় ১০ নম্বর জাতীয় সড়কে ধ্বস নামার খবর পাওয়া গেছে। আচমকা এই ধ্বস নামার ফলে সিকিম শিলিগুড়ি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মলিবাজার লাগোয়া তিনটি এলাকায় জাতীয় সড়কে ধস নামার ফলে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

Landslide: ভয়ঙ্কর ধস

স্থানীয় প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইতিমধ্যেই জরুরী তৎপরতায় সেনাবাহিনী কাজে নেমে গেছে। তবে এখনই যান চলাচল স্বাভাবিক হবে বলে নিশ্চিত করা হয়নি।

Rail tunnel accident: তলিয়ে গেলেন কর্মীরা

যতক্ষণ না সম্পূর্ণ উদ্ধারকার্য শেষ হচ্ছে, ততদিন যান চলাচল ব্যাহত থাকবে একইভাবে। এদিকে বৃহস্পতিবার রাতে মামখোলতে রেলের টানেলের কাজ করতে গিয়ে ৮ জন শ্রমিক নদীতে ভেসে যায় ধসের কবলে পড়ে।

Rain: প্রবল বৃষ্টিতেই বিপদ

এখনো পর্যন্ত এনাদের মধ্যে ৫ জন নিখোঁজ এবং দুইজন গুরুতর আহত বলে খবর পাওয়া গেছে। আহতদের সিকিমের সিংটম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজন ব্যক্তি যিনি নেপালের বাসিন্দা।