সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গল ১৭ মে নিজের স্থা’ন পরিবর্তন করবে, কোন কোন রাশির উপর পড়বে প্র’ভা’ব জেনে নিন

জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল গ্রহ হল সেনাপতি। মঙ্গল মেষ ও বৃশ্চিক রাশি দ্বারা শাসিত। মঙ্গলকে ভূমি, পরাক্রম, সাহস, শক্তি ও বীরত্বের কারক গ্রহ বলে মনে করা হয়।

আগামী ১৭ মে মীন রাশিতে মঙ্গল প্রবেশ করতে চলেছে, এমনই মত জ্যোতিষ গণনার। এতে মীন রাশির জাতক জাতিকাদের পাশাপাশি প্রতিটি রাশির ওপর প্রভাব পড়বে।

প্রতিটি রাশির জীবনে আসবে পরিবর্তন। তাহলে চলুন জেনে নেওয়া যাক মঙ্গল গ্রহের স্থান পরিবর্তন কোন রাশির ওপর কি কি প্রভাব ফেলতে চলেছে।

আরো পড়ুন: ভারত থেকে পেঁয়াজ আমদানি ব’ন্ধ করতেই আকাশছোঁয়া দা’ম বৃ’দ্ধি বাংলাদেশে

মেষ রাশি- মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনের ফলে মন অস্থির থাকবে মেষ রাশির। এই সময় মনকে শান্ত রাখার চেষ্টা করুন। ব্যস্ততার থেকে সময় বের করে পরিবরাকে সময় দেওয়ার চেষ্টা করুন। যে কোনও সমস্যায় বাবার থেকে সবযোগিতা পাবেন। এছাড়া আর্থিক দিক থেকে ভালো সময় আসতে চলেছে। সম্পত্তি থেকে আয়ের সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক-জাতিকাদের।

বৃষ রাশি- মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনের ফলে মেষ রাশির মতো বৃষ রাশিরও মন অস্থির থাকবে। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বুদ্ধি করে পদক্ষেপ নিন। কর্মকর্তাদের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখুন। ঝামেলায় কোনোভাবেই জড়িয়ে পড়বেন না। কারণ মাথা গরম হলে সমস্যায় পড়তে পারেন। মঙ্গলের পরিবর্তনের বৃষ রাশির ভালো সময় শুরু হতে চলেছে। এতে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে।

মিথুন রাশি- মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনের ফলে আত্মবিশ্বাসের অভাব বোধ করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকাদের। ধৈর্য্য কমতে পারে এই গ্রহের প্রভাবে। তাই সদা সতর্ক থাকতে হবে এবং যে কোনো কাজে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। এই সময় চাকরিতে উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারে। তবে বুদ্ধি করে যে কোনো পদক্ষেপ নিন, অন্যথায় বিপদের সম্মুখীন হতে হবে।

কর্কট রাশি- এই সময় মন খুশি থাকবে কর্কট রাশির। লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক কাজ করুন। সব কাজে সফল হবেন। যে কোনও ধর্মীয় কাজে যান। মন শান্ত থাকবে। এই সময় হঠাৎ করে কারও থেকে উপহার পেতে পারেন। উপহার হিসেবে পোশাক পেতে পারেন।

সিংহ রাশি- মঙ্গলের পরিবর্তনের ফলে মন শান্ত ও খুশি থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আত্মবিশ্বাস পরিপূর্ণ থাকবে তাদের মধ্যে। স্ত্রীর সঙ্গে সকল পুরনো বিবাদ মিটে গিয়ে এই সময় দাম্পত্য সুখ বাড়বে। এই সময় ভালো করে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অবহেলা করলে স্বাস্থ্যহানী ঘটতে পারে। এমনিতে ভালোই কাটবে এই সময়।

আরো পড়ুন: দুটি পাইথনকে নি’য়ে নাচানাচি যুবকের, রইলো ভিডিও

কন্যা রাশি- মঙ্গলের পরিবর্তনের ফলে কন্যা রাশির ধৈর্য্যের অভাব দেখা দিতে পারে। যে কোনও আলাপচারিতায় ধৈর্য রাখলে তবেই সাফল্য আসবে। ব্যবসায় উন্নতি ঘটবে এই সময়।বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারেন। তবে, জীবনযাপন বিশৃঙ্খলা দেখা দেবে।

তুলা রাশি- এই সময় আত্মবিশ্বাসের অভাবে ভুগতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন। তাই সতর্ক থাকুন। না জেনে মন্তব্য করবেন না। আর নিজে থেকে নতুন কোনও দায়িত্ব নেবেন না। এই সময় কাজের চাপে দৌড়াদৌড়ি বাড়বে।

বৃশ্চিক রাশি- মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনের ফলে মন অস্থির থাকবে বৃশ্চিক রাশির। মানসিক শান্তি বাজায় রাখার চেষ্টা করুন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ আসতে পারেন। এই সময়টা উপভোগ করুন। মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনে বৃশ্চিক রাশির জীবনে শুভ- অশুভ উভয় প্রভাব পড়তে চলেছে।

ধনু রাশি- মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনের ফলে মন অস্থির থাকবে ধনু রাশির। মানসিক শান্তি বাজায় রাখার চেষ্টা করুন। এই সময় পরিবারে অশান্তি দেখা দিতে পারে। তাই সতর্ক থাকুন। মঙ্গল গ্রহের প্রভাবে জীবনে পরিবর্তন আসতে চলেছে।

মকর রাশি- মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়তে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে।একাডেমিক কাজে আগ্রহ পাবেন এই সময়। প্রতিযোগীতামূলক পরীক্ষা ও ইন্টারভিউ-এ সাফল্য পাবেন এই সময়। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।

আরো পড়ুন: তাজমহল বি’ত’র্ক নি’য়ে এই প্রথম মুখ খুললো ASI, কি বললেন আধিকারিকরা জেনে নিন

কুম্ভ রাশি- মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়তে চলেছে কুম্ভ রাশির ওপর। ১৭ মে থেকে শুভ সময় শুরু হবে কুম্ভ রাশির। সব কাজে সফল হবেন। সকল ক্ষেত্রে শুভ ফল মিলবে। মন খুশি থাকবে এই সম। চাকরিতে উন্নতির যোগ রয়েছে।

মীন রাশি- মঙ্গল গ্রহের শুভ প্রভাবে এই সময় মন খুশি থাকবে মীন রাশির জাতক জাতিকাদের। তবে, দায়িত্ব বাড়তে পারে। পরিবারের ক্ষেত্রে যেমন নতুন দায়িত্ব আসবে, তেমনই কর্মক্ষেত্রেও দায়িত্ব পেতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা টাকা উদ্ধার হবে। কারও থেকে টাকা পাওয়ার থাকলে তা আদায় হবে। তবে, ব্যবসায় পরিশ্রম বেশি হবে। ভ্রমণ ব্যয় বৃদ্ধি পাবে।