Home দেশ বৃষ্টির কা’র’ণে অনেক ট্রেন বা’তি’ল, ট্রেন ছাড়ার স্থা’নও ব’দ’ল, জেনে নিন বিস্তারিত

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টির কা’র’ণে অনেক ট্রেন বা’তি’ল, ট্রেন ছাড়ার স্থা’নও ব’দ’ল, জেনে নিন বিস্তারিত

জল জমে থাকায় একাধিক ট্রেন বাতিল হাওড়া ও কলকাতায়। এখনও জলের তলায় হাওড়া স্টেশন সংলগ্ন রেললাইনের একাংশ। একই অবস্থা কলকাতা স্টেশন সংলগ্ন এলাকারও। তার জেরে শনিবার একগুচ্ছ ট্রেন বাতিল করা হল। পূর্ব রেলওয়ে কয়েকটি ট্রেনের আবার ছাড়ার জায়গা পালটে দিল। গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকে লাগাতার বৃষ্টির জেরে জলের তলায় চলে যায় হাওড়ার রেল ইয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার ভোরের পর বৃষ্টি কমলেও জল নেমে যায়নি। তার জেরে নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা আবারও সামনে এসে গিয়েছে। তা নিয়ে দায় ঠেলাঠেলি শুরু করেছে রেল এবং হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ।

রেলের দাবি, পূর্ব রেলের নিজস্ব নিকাশি ব্যবস্থা আছে। তা রেলের মালিকাধীন জায়গার মধ্যে। কিন্তু রেলের এলাকা থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য যে নর্দমাগুলি আছে, সেগুলির আবর্জনা পরিষ্কার হয় না। ফলে জল বেরিয়ে যেতে পারছে না। যদিও পুরনিগমের পালটা দাবি, সেই নর্দমাগুলি নিয়মিত পরিষ্কার করা হয়। রেলের গাফিলতিতেই হাওড়ার রেল ইয়ার্ডে জল জমে আছে।

সেই দায় এড়ানো এবং পালটা দোষারোপের মধ্যে গত কয়েকদিন ধরে হাওড়া থেকে একগুচ্ছ ট্রেন বাতিল হয়ে গিয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবারও একাধিক স্পেশাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। একই অবস্থা কলকাতা টার্মিনাল সংলগ্ন এলাকারও। বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেন কলকাতার পরিবর্তে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।

বৃহস্পতিবার (৫ অগস্ট) ট্রেন বাতিল করা হয়েছে

১) ০৩১১৩ কলকাতা-লালগোলা স্পেশাল।

২) ০৩১১৩ লালগোলা-কলকাতা স্পেশাল।

৩) ০৩০১৫ হাওড়া-ভাগলপুর স্পেশাল।

৪) ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশাল।

শুক্রবার (৬ অগস্ট) ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশালও বাতিল করা হয়েছে।