সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিবাহিত মেয়েরা এই জিনিসগুলো কাউকে ভু’লেও দেবেন না, হতে পারে মহাবি’প’দ

একটা সুখী দাম্পত্য জীবন সকলেরই কাম্য কিন্তু প্রায়শই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আজকের প্রতিবেদনটি সেই সমস্ত বিবাহিত মহিলাদের জন্য যারা কিছু নিয়ম অনুসরণ করলেই তাদের দাম্পত্য কলহ এড়িয়ে যেতে পারে আসুন জানা যাক বিষয়গুলি সম্পর্কে।

আমাদের কোনো শুভ কাজ করতে গেলে প্রথমে অবশ্য বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত। তাতেই সাফল্য লাভের সম্ভাবনা প্রবল থাকে। কোন তারিখ শুভ হবে এবং কোন সময়ে কাজটি করলে শুভ ফল দেবে সেটা আমাদের জানা প্রয়োজন।

তেমনি বিবাহিত মহিলাদেরও তাদের সুখী দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য পাঁচটি বিষয়কে ভীষণভাবে গুরুত্ব দেয়া প্রয়োজন যেগুলি অন্য কারোর সাথে ভাগাভাগি করে নেওয়া তাঁর জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই বিষয়গুলি কী কী

সিঁদুর : বিবাহিত মেয়েদের প্রধান প্রসাধনের অঙ্গ এটি। যা কখনোই কোন মহিলার সাথে ভাগ করে নেয়া উচিত নয় এমনকি কারো সামনেও সিঁদুর লাগানো শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে।

কপালের টিপ : বিবাহিত মহিলার ব্যক্তিগত জিনিস এটি। যেটি কারো সাথে ভাগাভাগি করা অনুচিত। এতে জীবনে নানান সমস্যা আসতে পারে। এমনকি স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে।

আরো খবর: ব্যালট পেপার ছাপার টা’কা নেই, তাই ভোটও হ’বে না! সরকারের কথায় চা’ঞ্চ’ল্য শ্রীলঙ্কায়

কাজল : কাজল মেয়েদের প্রসাধনী জিনিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই কাজল আবার বিবাহিত জীবনে অনেক বড় ভূমিকা রাখে স্বামী স্ত্রীর সম্পর্কের সম্প্রীতি বজায় রাখতে। তাই এটি ভাগাভাগি করে নেওয়ার আগে অবশ্যই স্বামীর স্বাস্থ্য এবং বিবাহিত জীবনের সুখের দিকটি ভেবে নেয়া উচিত।

চুড়ি বা পায়ের নুপুর : মেয়েদের সাজের প্রধান অঙ্গ যেটি কারো সাথে ভাগাভাগি করে নিলে সন্তানের অমঙ্গল হতে পারে। ঠিক তেমনি স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ারও একটি সম্ভাবনা রয়েছে।

আশা করা যায় এই ছোট ছোট জিনিসগুলি প্রতি সজাগ ও যত্নবান হলেই হলেই এক সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে পারবেন সকলেই।