সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রবীন্দ্রনাথে’র মূ’র্তি’তে পুষ্পা’র্ঘ্য অ’র্পণ করে রাখি উৎসব পা’ল’ন কর’লো মালদা শিল্পী সং’সদ

রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে রাখি উৎসব পালন করলো মালদা শিল্পী সংসদ

মালদা,১১ আগস্ট : রাখি উৎসব পালন করলো মালদা শিল্পী সংসদ। বৃহস্পতিবার সকালে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে রাখি উৎসবের সূচনা করা হয়।

পথ চলতি মানুষদের রাখি পড়িয়ে মিলন উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন শিল্পী সংসদের সদস্যরা। পরাধীন ভারতে শান্তিনিকেতনে একে অপরের হাতে রঙিন সুতো বেঁধে ভাতৃত্ববোধের রাখি উৎসবের সূচনা করেছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

আজও সর্ব ধর্মের মানুষের সম্প্রীতি বজায় রাখতে ভারতজুড়ে পালিত হয়ে আসছে রাখি উৎসব। মালদা শিল্পী সংসদের জেলা সম্পাদক মলয় সাহা জানান, এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে সারা শহর ঘুরে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিলন উৎসব পালন করা হয়।