সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তু দো’ষ কা’টি’য়ে ঘরে লক্ষ্মীর বা’স স্থা’য়ী করুন, সব স’ম’স্যা দূ’র হয়ে যাবে শী’ঘ্র’ই

বাস্তুশাস্ত্র মতে যদি কোন বাড়িতে দোষ থেকে থাকে তাহলে সেই বাড়ির প্রত্যেক সদস্যের উপর তার প্রভাব পড়ে। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে শারীরিক সমস্যা, অর্থনৈতিক ক্ষতি, মনোমালিন্য, বিবাদ, বাকবিতণ্ডা চলতেই থাকে। অতএব বাস্তু দোষ কাটানো জরুরি। যদি আপনার বাড়িতেও বাস্তু দোষ আছে বলে মনে হয় তাহলে খুব সহজ কিছু উপায় অবলম্বন করে আপনি সেই দোষ কাটাতে পারবেন। বাস্তু দোষ কাটানোর জন্য কি কি উপায় রয়েছে?একবার দেখে নিন।

১. সকালে ঘর পরিষ্কার করে পান পাতার মাধ্যমে হলুদ মেশানোর জল সারা বাড়িতে ছড়িয়ে দিন। এর ফলে ঘরে লক্ষ্মীর বাস হয় এবং ঘরে শান্তি বজায় থাকে। এর বদলে গঙ্গাজল ছেটানো হলেও কিন্তু বাড়ি থেকে সমস্ত নেতিবাচক প্রভাব দূর হবে। এই ভাবেই নিজের বাড়িকে বাস্তুদোষের কবলমুক্ত করতে পারবেন।

২. বাড়িতে যে ধর্ম গ্রন্থটি রয়েছে সেটি সর্বদা পশ্চিম দিকে রাখুন। অনেক সময় দেখা দিয়েছে ভুল দিকে ধর্মগ্রন্থ রাখার কারণেও বাস্তু দোষের কবলে পড়তে হয়েছে। বিছানার মধ্যে, গদি অথবা বালিশের নিচেও ধর্ম গ্রন্থ বা বই রাখা উচিত নয়।

৩. ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ঘন্টা বাজিয়ে পুজো করুন। এতেও নেতিবাচক প্রভাব দূর হয়। বাড়িতে শঙ্খ বাজানোও মঙ্গলজনক বলে মানা হয়। ঠাকুর ঘরে সামনাসামনি দেবতাদের ছবি রাখবেন না। রোজ নতুন নতুন ফুল দিয়ে দেবতাদের পুজো করতে হবে। প্রতিদিন পুরনো বাসি ফুল সরিয়ে ফেলতে হয়।

৪. দরজার কাছে ঝাঁটা রাখবেন না। ঝাঁটায় পা লাগলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।ঝাঁটার উপরে ভারী কোনো বস্তুও রাখবেন না।

৫. দেওয়ালে সুন্দর, সবুজ ও মনকে প্রসন্ন করতে পারে, এমন ছবি লাগানো উচিত। এতে গৃহকর্তা মানসিক উদ্বেগ থেকে মুক্তি পাবেন।

৬. দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো উচিত। এতে অনিদ্রা এবং মানসিক উদ্বেগ দূর হয়।

৭. বাড়ির উত্তর-পূর্বদিকে নোংরা আবর্জনা জমাবেন না। বংশের উন্নতির জন্য বাড়ির প্রবেশদ্বারে অশোক গাছ লাগানো যেতে পারে।

৮. ঈশান কোণ বা ব্রহ্মস্থলে কোনও শুভক্ষণে স্ফটিক শ্রীযন্ত্র স্থাপন করুন। এতে লক্ষ্মী লাভ হয় এবং বাস্তুদোষ দূর হয়।

৯. বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগান।

১০. বাড়ির কোনো স্থানে শুকনো ফুল থাকলে তা সরিয়ে ফেলুন। টাটকা সতেজ ফুল সেই স্থানে রাখুন।