সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিলিগুড়ি’তে টিয়া’পাখি সহ এক চোরা’শিকারি’কে হাতে’নাতে ধরে পুলিশে’র হা’তে তু’লে দিল স্থা’নী’য়’রা

শিলিগুড়িতে টিয়াপাখি সহ এক চোরাশিকারিকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের চৌপুখরিয়া এলাকায় টিয়াপাখি সহ এক চোরাশিকারিকে হাতেনাতে ধরে পুলিশকে তুলে দিল স্থানীয়রা।

জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা ওই এলাকায় দেখতে পান যে ধানের ক্ষেতে জাল পেতে টিয়াপাখি ধরছিল বেশ কয়েকজন চোরাশিকারি। এরপরেই স্থানীয়রা এক চোরাশিকারিকে ধরতে পাড়লেও পালিয়ে যায় বাকিরা৷ এবং তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশ ও বনদপ্তরকে।

এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বনবিভাগ ও বাগডোগরা থানার পুলিশ। এরপর স্থানীয়রা চোরাশিকারিকে পুলিশের হাতে তুলে দেয়। এবং বনদপ্তর টিয়াপাখিগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ২৫টি টিয়াপাখি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া টিয়া পাখির মধ্যে বেশীর ভাগ পাখী আহত অবস্থায় রয়েছে। তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে।