Home অফবিট হোলি খেলার আগে বাড়িতেই বা’নি’য়ে ফেলুন ভেষজ রং, এই তিনটি জিনিস থাকলেই...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোলি খেলার আগে বাড়িতেই বা’নি’য়ে ফেলুন ভেষজ রং, এই তিনটি জিনিস থাকলেই হবে!

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই গোটা দেশ জুড়ে রঙের উৎসবে মাতবে। রক্ত রঙা পলাশ বসন্তের মিঠে হাওয়া যেন প্রতি মুহূর্তে সেই অনুভবই করিয়ে যাচ্ছে। তবে অনেকেই এমন আছেন যাদের রঙে আলার্জি বলে বা রং খেলতে গিয়ে রং উঠতে চায়না বলে অনেকেই খেলেন না। আর তাই তো এখন পাওয়া যায় ভেষজ রং। কোনো রকম কেমিক্যাল ছাড়াই রং বানানো যায়। যাতে কোনো সাইড এফেক্ট না হয়। আসুন জেনে নেওয়া যাক ভেষজ উপায়ে কিভাবে রং প্রস্তুত করবেন।

১. সবুজ: সবুজ রঙ তৈরির জন্য পালং শাক বেটে নিতে হবে। তারপর তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটি পাত্রে সেই মিশ্রণটিকে রাখতে হবে। এবার যে মিশ্রণটি তৈরি হয়েছে তার সঙ্গে এক কাপ কর্নফ্লাওয়ার ভাল করে মিশিয়ে নিতে হবে। এখানেই শেষ নয়, এবার কর্নফ্লাওয়ার যাতে ভালো ভাবে মিশ্রণটির সঙ্গে মিশে যায়।

সেটা দেখে নিতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এবার ভাল করে শুকিয়ে নিতে হবে। তারপর শুকিয়ে নেওয়ার পর। শক্ত কিছু দিয়ে ঐ শুকনো মিশ্রণটিকে ভাল করে গুঁড়ো করে নিতে হবে। তাহলেই রং তৈরি হয় যাবে।

আরো খবর: বেজিংয়ের উপর চা’প বা’ড়’লো ভারতীয় সেনা, গালওয়ানে চীনের নাকের ড’গা’য় ক্রিকেট খেললেন জওয়ানরা

২. গোলাপি: এক কাপ বিটের রস ভাল করে ছেকে নিতে হবে। তারপর তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিতে হবে। এবার ঐ মিশ্রণের সঙ্গে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে রোদে অথবা মাইক্রোভেনে শুকিয়ে নিতে হবে। তারপর গুড়ো করে নিলেই রঙ তৈরি।

৩. হলুদ: বেসন আর হলুদ থাকে সকলের বাড়িতেই। এই হলুদ আর বেসন এক সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ রঙ। অবশ্য বেসন না থাকলে চালের গুঁড়ো মিশিয়ে নেওয়া যেতে পারে হলুদের সঙ্গে। অন্যদিকে গাঁদা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিলেও পাওয়া যাবে হলুদ রঙ।