Home বিনোদন মহাপীঠ-তারাপীঠ সিরিয়াল শে’ষ হলো, মা তারা-কে জ’ড়ি’য়ে কা’ন্না করলেন বামাক্ষ্যাপা খ্যা’ত সব্যসাচী

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাপীঠ-তারাপীঠ সিরিয়াল শে’ষ হলো, মা তারা-কে জ’ড়ি’য়ে কা’ন্না করলেন বামাক্ষ্যাপা খ্যা’ত সব্যসাচী

গতকালই শেষ হয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’। দীর্ঘ তিন বছরের সফর শেষ হল ধারাবাহিকের মুখ্য চরিত্র মা তারার বরপুত্র বামাক্ষ্যাপা তথা অভিনেতা সব্যসাচী চৌধুরীর।

এহেন চরিত্রে অভিনয় করে সিরিয়াল প্রেমীদের কাছে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচার হওয়ার পরেই যে শুধুমাত্র ভক্তদের মন খারাপ তা কিন্তু নয়, পর্দার বামাও বেশ আবেগঘন হয়ে পড়েছেন।

দীর্ঘ ৩ বছরের এই মেগা সিরিয়ালের জনপ্রিয়তা যে এক ছিল তা কিন্তু নয়। শেষের দিকে TRP লিস্টেও বেশ খারাপ ফল ছিল, স্লটও বদলেছিল বেশ কয়েকবার। তারপর আচমকাই বন্ধ হল এই ধারাবাহিক। সারা ধারাবাহিক জুড়ে মা তারাই ছিল তার একমাত্র ছায়াসঙ্গী। তাই ধারাবাহিকের শেষে অজান্তেই সব্যসাচীর চোখের কোণ ভিজল জলে।

আরো পড়ুন: মুখেই যতো ক’থা! নী’ল’ছ’বি’র শ্যুটিং করতে গিয়ে ধৃ’ত উরফি জাভেদ, নি’মি’ষে ভাইরাল ভিডিও

মা তারাকে জড়িয়ে ধরে সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে লিখলেন, “এযাবৎ কত সিরিয়াল যে শুরু হয়েছে আর কতই যে শেষ হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। ২০১৫ সাল থেকে নিয়মিত স্টুডিওপাড়ায় যাতায়াত আমার।

এই কটা বছরেই টালিগঞ্জ মোড়ের মাথায় সময়ের সাথে সাথে কতই না হোর্ডিং পাল্টেছে, মুখ এক থাকলেও পরিচয় বদলেছে, পুরোনো পোস্টার ছিঁড়ে নামিয়ে নতুন পোস্টার সাঁটা হয়েছে। এটাই বাস্তব, এটাই জীবন। ”

গতকাল অন্তিম পর্বের পর অনেকেই আমায় মেসেজ করে ধন্যবাদ জানিয়েছেন। সকাল এগারোটায় এতজন যে দেখবে তা ভেবেই আমি বেশ অবাক হয়েছি।

শেষ দিনে আমার অকপট স্বীকারোক্তি, ‘মহাপীঠ তারাপীঠ’ ছিল আমাদের পরিচালক শুভেন্দু এবং সৃজন পরিচালক নৈঋতার মানসপুত্র। তিন বছর ধরে ওরাই সিরিয়ালটিকে সযত্নে লালনপালন করেছে। তাই এসব ধন্যবাদ ওদেরই প্রাপ্য। আর আমি বরাবরের মতোই, নিমিত্ত মাত্র।”